তুমি আমার জীবন সাথী
ভুমি আমার মরণ,
তোমার হ্নদয়ে আমায়
করে নাও বরণ ।
তুমি আমার বন্দুবর
ভুমিই আমার সব,
তোমার আমার ভালোবাসা
থাকবে নিষ্পাপ ।
তুমি আমার গোলাপ-বকুল
বেলি, হাসনাহেনা,
তুমি আমার প্রাণের প্রিয়
হে (প্রিয় ব্যক্তির নাম) ।
প্রিয় তুমি ভাল থেকো
সুখে থেকো এটাই প্রার্থনা,
আমার দোয়া কবুল কর
ইয়া রাব্বানা ।
লেখকঃ মুজাহিদুল ইসলাম নাঈম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন