বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫

বোয়ালমারীতে পরিবারের সবাইকে অজ্ঞান করে লুট

 মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের ফেলাননগর গ্রামে মো. কাসেদ শেখের পরিবারের সবাইকে চেতনা নাশক ওষুদের মাধ্যমে অজ্ঞান করে সব কিছু লুটে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার মধ্যরাতে সিঁদ কেটে ঘরে ঢুকে শোকেস, আলমারি ভেঙ্গে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসিপত্র নিয়ে যায়। পরিবারের চারজনকে গত বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

বাংলাদেশ ডাক বিভাগে চাকরি করা কাসেদ শেখ জানান, রাত্রে ভাত খাওয়ার পর পরিবারের সবার খারাপ লাগতে থাকে। এরপর ঘুমিয়ে পড়লে আর কিছুই ঠিক পাইনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন