মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯

ফেসবুকে ভুয়া তথ্য প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধি, আলফাডাঙ্গা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উদ্দেশ্যমূলকভাবে ভুয়া তথ্য প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা সদরে অবস্থিত প্রগতি সার্জিক্যাল ক্লিনিকের মালিক সিরাজুল হক মিয়া সুজা।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ), আলফাডাঙ্গা উপজেলা শাখা কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, উপজেলা সদরে মুসলিম পাড়ার বাসিন্দা কবির হোসেন মঙ্গলবার তার ফেসবুক আইডিতে আমার ক্লিনিকের ব্যবসায়ীক ভাবমূর্তি ক্ষুন্ন করতে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ও ভুয়া তথ্য প্রকাশ করে আমার এবং  আমার ক্লিনিকের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। আমি এর তিব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

জানতে চাইলে কবির হোসেন জানান, সে বাচার জন্য সংবাদ সম্মেলন করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন