রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৯

আলফাডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী খান বেলায়েত হোসেনের মতবিনিময় সভা

প্রতিনিধি, আলফাডাঙ্গা ঃ আসন্ন ১৮ মার্চ ২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক  ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খান বেলায়েত হোসেন তার নিজ গ্রামের সকলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ রবিবার (২৪ফের্রুয়ারী) বিকাল ৪টার উপজেলাধীন গোপালপুর ইউনিয়নের কামারগ্রাম কাঞ্চন একাডেমী মাঠ প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় আওয়ামীলীগ নেতা গোলাম নবী মাতুব্বর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনামুল হাসান, গোপালপুর ইউপি সদস্য ইব্রাহীম শেখ (কলম), গোপালপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি হাসমত আলী কাজল, কামারগ্রাম ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলাউদ্দীন, যুবলীগ নেতা মাহাবুল আলম ও নুরুল ইসলাম লিটন প্রমুখ। সভায় বক্তারা "আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে গ্রামবাসী সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে তাদের গ্রামের সন্তান খান বেলায়েত হোসেনকে চেয়ারম্যান নির্বাচিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন"। এ সময় খান বেলায়েত হোসেন বলেন "সকলের আন্তরিক সহযোগিতা পেলে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে আলফাডাঙ্গা উপজেলাকে একটি ব্যতীক্রমধর্মী উপজেলা রূপে গড়ে তুলবো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন