সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯

ভুয়া মুক্তিযোদ্ধাদের নামের তালিকা বাতিল করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বেসামরিক গেজেট থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের নামের তালিকা বাতিল করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বাশারুল বারী।

সোমবার বেলা ১২টায় রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ), আলফাডাঙ্গা উপজেলা শাখার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশেষ করে পার্শ্ববর্তি বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের দেউলী এলাকার মৃত আব্দুর রহমান মিয়ার পুত্র সাবেক ইউপি মুক্তিযোদ্ধা কমান্ডার ভুয়া মুক্তিযোদ্ধা (বেসামরিক গেজেট, ক্রমিক নং-১৫৩২) মো. আতিয়ার রহমান মোল্যাসহ সারাদেশের ভুয়া মুক্তিযোদ্ধাদের নামের তালিকা বাতিল হওয়ায় তিনি এ অভিনন্দন জানান।

এ বিষয়ে আতিয়ার রহমান মোল্যার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এসময় উপস্থিত ছিলেন, রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ), কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. সেকেন্দার আলম, রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ), আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল বাসার, যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুজ্জামান চাকলাদার, সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম নাঈম, অর্থ সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মিয়া রাকিবুল, সিনিয়র সদস্য আজিজুর রহমান দুলাল প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন