মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা ঃ গরীব ও মেধাবী ৮০জন শিক্ষার্থীদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে সহায়ক বই (গাইড) ও ইউনিফর্ম (স্কুল পোশাক) বিতরণ করা হয়েছে। মহেশপুর ইউনিয়নের ধানজাইল গ্রামে শুক্রবার বিকাল ৫টার সময় ধানজাইল বাজার সংলগ্ন মাঠে ধানজাইল গ্রামের কৃতি সন্তানদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহেশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও আরজেএফ আলফাডাঙ্গা শাখার সভাপতি সাংবাদিক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইডেন কলেজের গণিত বিভাগের প্রভাষক মো. হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন পিজির সহকারী অধ্যাপক ডাঃ কামাল হোসেন। এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সেটেলমেন্ট কর্মচারী ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান মিয়া, নড়াইল এম এ মান্নান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান মৃধা, বনমালীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্রী সুবাস চন্দ্র বিশ্বাস, ধানজাইল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদ শেখ, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. সেকেন্দার আলম, বেলাল হোসেন, বদিয়ার মিয়া, উসমান গণি, নাসির ঠাকুর ও মিলু মিয়া প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষক,অভিভাবক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন