প্রতিনিধি, আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ওয়াকিব শিকদারকে গুম করে নৃশংস ভাবে হত্যা করায় গ্রেফতার হওয়া আসামীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে আলফাডাঙ্গা সরকারী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। অত্র কলেজের আয়োজনে ২৪ মার্চ রবিবার সকাল ১১ টার সময় কলেজ প্রঙ্গনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । এ সময় উপস্থিত ছিলেন, অত্র কলেজের অফিসার ইনচার্জ (অধ্যক্ষ) মো. মনিরুল হক সিকদার, উপধ্যক্ষ সারিকুল হাসান নয়ন সহ প্রভাষকগণ ও শিক্ষার্থীবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, ওয়াকিব আলফাডাঙ্গা সরকারি কলেজের বিএ ২য় বর্ষের মেধাবী ছাত্র ছিল। গত ১৯ মার্চ রাতে বাড়ি থেকে ডেকে এনে বারাশিয়া নদীর পাড়ে মিঠাপুর চর পাড়া এলাকায় হত্যার পর লাশ গুম করে রাখে খুনিরা । আমরা খুনিদের ফাসি চাই। যাতে মাদকসেবন কারীরা আর কোন মেধাবী ছাত্রকে এই ভাবে খুন করতে না পারে । ওয়াকিব লেখাপড়ার পাশিপাশি আলফাডাঙ্গা কলেজ রোডস্থ নাজমা ক্লিনিকে ম্যানেজার হিসেবে চাকুরিতে কর্মরত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ওয়াকিব আলফাডাঙ্গা সরকারি কলেজের বিএ ২য় বর্ষের মেধাবী ছাত্র ছিল। গত ১৯ মার্চ রাতে বাড়ি থেকে ডেকে এনে বারাশিয়া নদীর পাড়ে মিঠাপুর চর পাড়া এলাকায় হত্যার পর লাশ গুম করে রাখে খুনিরা । আমরা খুনিদের ফাসি চাই। যাতে মাদকসেবন কারীরা আর কোন মেধাবী ছাত্রকে এই ভাবে খুন করতে না পারে । ওয়াকিব লেখাপড়ার পাশিপাশি আলফাডাঙ্গা কলেজ রোডস্থ নাজমা ক্লিনিকে ম্যানেজার হিসেবে চাকুরিতে কর্মরত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন