শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮

আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে চুরি


বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিভিন্ন দপ্তর ও পৌরসভায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। জানা যায়, গত বৃহস্পতিবার দিনগত গভীর রাতে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনও,মহিলা অধিদপ্তর,মৎস্য অধিদপ্তর ও পৌরসভা অফিস সহকারীর রুমে এ চুরির ঘটনা ঘটে। ইউএনও অফিসের নৈশপ্রহরী শাহাজান মিয়া ও পৌরসভার নৈশপ্রহরী উবাইদুর রহমান বলেন, প্রতিদিনের ন্যায় আমরা অফিসে তালা মেরে পাশের রুমে দরজা দিয়ে ঘুমিয়ে থাকি। ভোর সাড়ে ৪টার সময় ঘুম ভাঙ্গলে উঠে দেখি দরজায় বাহির পাশে শিকল লাকায়া দেয়া। পরে চিৎকারে আশে পাশের লোকজন এসে দরজা খুলে দেখি উক্ত পাঁচটি অফিসের দরজা ভেঙ্গে আলমারীর ভিতর থেকে  উপজেলা চেয়ারম্যান অফিস থেকে নগদ ৩০হাজার ও পৌরসভা অফিস থেকে নগদ ১০ হাজার টাকা চুরি হয়েছে। এ খবর পেয়ে আজ শুক্রবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান ,পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, থানা অফিসার ইনচার্জ নাজমুল করিম ঘটনাস্থল পরির্দশন করে। জানতে চাইলে এসিল্যান্ড বলেন, ইউএনও স্যার আসলে থানায় অভিযোগ দেওয়া হবে। তদন্ত চলছে দূষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন