আলফাডাঙ্গা প্রতিনিধিঃ গত ১৫ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন ও ক্যাব উপজেলা কমিটির উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব ভোক্তা অধিকার দিবসকে সার্থক করতে এই প্রথম উপজেলা পর্যায়ে ব্যতিক্রমধর্মী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ডাক্তার, শিক্ষক, চেয়ারম্যান, সাংবাদিক, রাজনৈতি ব্যক্তি, ক্যাব প্রতিনিধি, কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ীসহ ৬টি গ্রুপে লিখিত টেবিল বৈঠকের মাধ্যমে ভোক্তা অধিকার বিষয়ে বিভিন্ন পর্যালোচনা হয়েছে। উপজেলা মিলয়াতনে উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়ের সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যাযতা নিশ্চিতকরণ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে স্বাগত বক্তব্য দেন, উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন, প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম আকরাম হোসেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল বাশার মিয়া,উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা.মো. জাহাঙ্গীর হোসেন , উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব উদ্দীন মাহমুদ, প্রধান শিক্ষক আ.রউফ তালুকদার ও প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন প্রমূখ। সভা পরিচালনা করেন উপজেলা ক্যাবের সহ সভাপতি ফারুক মোল্যা । সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা ক্যাবের সহ সভাপতি ইকবাল হোসেন,মিয়া মুৃরাদ হোসেন,দপ্তর সম্পাদক লায়েকুজ্জামান,সাংবাদিক সেকেন্দার আলম, সৈয়দ আমিনুর রহমান,আলমগীর কবির, শাহারিয়ার হোসেন, আবুল বাশার,মুজাহিদুল ইসলামসহ সুধিজনেরা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন