সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮

পুলিশ হবে গণবান্ধব--এস.পি জাকির হোসেন খান

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুর জেলা নবাগত পুলিশ সুপার মো. জাকির হোসেন খান বলেন, পুলিশ হবে গণবান্ধব! পুলিশ সাধারন জনগনের দারপ্রান্তে সেবা পৌছে দেবে। পুলিশ জনগনের সেবা প্রদানে সবসময় প্রস্তুত আছে, তবে পুলিশকে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তিনি আজ সোমবার দুপুরে আলফাডাঙ্গা থানা চত্ত্বরে ইভটিজিং,বাল্যবিবাহ ও মাদক বিরোধী এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন। তিনি আরও বলেন, আলফাডাঙ্গা থেকে সকল মাদক ব্যবসায়ীদের বিতাড়িত করা হবে। যদি আমার পুলিশের কোন সদস্য অপরাধের সঙ্গে জড়িত থাকে আমাকে তা জানাবেন। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা সহকারী পুলিশ সুপার মো. আনিচুর জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এম জালাল উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম আকরাম হোসেন, পৌর মেয়র মো. সাইফুর রহমান সাইফার, থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম, সদর ইউপি চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাচান আহাদ, উপজেলা যুবলীগের সভাপতি আহসান-উদ-দৌলা রানা, আমাদের আলফাডাঙ্গা পত্রিকার সম্পাদক মো. সেকেন্দার আলম প্রমূখ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন