সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮

নিখোজ সংবাদ

আমার স্ত্রী মোসাঃ রুবিনা বেগম(৩০) দুই সন্তানের জননী গত ১২ এপ্রিল বিকালে আলফাডাঙ্গা ভাড়ার বাসা থেকে বাজার করার কথা বলে নিখোজ হয়েছে। যদি কোন সহদয় ব্যক্তি সংবাদ পেয়ে থাকেন তাহলে -০১৯৫৫১১৫০২১ নং নম্বারে যোগাযোগ করুন। তার উচ্চতা-৫ ফুট ২ ইঞ্চি,গায়ের রং-ফর্সা, চুল লম্বা ও কালো। সে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার কান্দাপাড়া গ্রামের মৃতঃ তোফাজ্জেল শেখ এর কন্যা। আলফাডাঙ্গা থানা জিডি নং- ৫৯৭-তারিখ- ১৫-৪-১৮ইং।
বিনিত-মোঃ জাহাঙ্গির হোসেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন