শনিবার, ১৭ জুন, ২০১৭

এসিলেন্ডের নির্দেশ অমান্য করে আলফাডাঙ্গায় চলছে সরকারী গাছ কাটার হরিলুট


প্রতিনিধি,আলফাডাঙ্গা ঃ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পারভেজ চৌধুরীর নিদের্শ অমান্য করে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বানা ইউনিয়নের টোনাপাড়া গ্রামে চলছে সরকারী গাছ কাটার হরিলুট। গত শনিবার ১৭ জুন সরেজমিনে গিয়ে দেখা যায়,  বানা ইউনিয়নের টোনাপাড়া গ্রাম সহ কয়েকেটি গ্রামে পল্লী বিদ্যুত এর নতুন লাইন নির্মাণের কাজ চলছে। বিদ্যুত এর লাইন নির্মানের জন্য সরকারী রাস্তার পাশ দিয়ে মেহগুনী,রেন্টি ও বিভিন্ন প্রকার গাছের ডালপালা ছেটে লাইন নির্মান করছেন বিদ্যুত কৃতপক্ষ। অন্যদিকে সুযোগ পেয়ে স্থানীয় সাবেক ইউপি মেম্বর মো. আলমগীর হোসেন, কাঠ ব্যবসায়ী শাহাবুল সরদার, স্থানীয় যুবলীগ নেতা কামাল হোসেন, একই গ্রামের রোকন উদ্দিন,হাসু মিয়া ও আড়পাড়া গ্রামের হাসু মিয়া প্রায় ১০লক্ষ টাকা মূল্যের মেহগুনী,শিশু ও রেন্টি গাছ দিনে দুপুরে প্রশাসনকে তোয়াক্কা না করে কেটে নিয়ে যায়।
এ বিষয় সাহাবুল ও আলমগীর বলেন, আমরা ব্যাক্তিগত প্রয়োজনে গাছ কেটে নিচ্ছি।
এ ব্যাপারে উপজেলা ভূমি অফিসের কানুনগো সার্ভেয়ার ইসমাইল হোসেন সিরাজী বলেন, আমি নিজে সরেজমিনে গিয়ে গাছ কাটতে বাধা দিয়েছি এবং কাটা গাছ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জিম্মায় রেখে এসেছি।
জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পারভেজ চৌধরী বলেন,বিষয়টি জানতে পেয়ে আমি সার্ভেয়ারকে পাঠিয়ে গাছ কাটা বন্ধ করেছি। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন