|
সমন্বয় কমিটির সভা |
বিশেষ প্রতিনিধি ঃ সারা দেশের ন্যায় আলফাডাঙ্গায় আগামী ২৫ জুলাই থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে। সুষ্ঠ,সুন্দর,নির্ভূল ও সুচারুপে ভোটার তালিকা সম্পাদনের লক্ষ্যে আজ বৃহস্পতিবার ১৩ জুলাই সকাল ১১টায় উপজেলা হল রুমে নির্বাচন কমিশনের উপজেলা পর্যায়ে গঠিত সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাচন অফিসার মো. মমতাজ আল শিবলী জানান, আগামী ২৫ জুলাই হইতে ০৯ আগষ্ট ২০১৭ইং তারিখ পর্যন্ত সকল বাড়িতে গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কাজ চলবে। ভোটার হইতে প্রয়োজন হবে বাড়ির হল্ডিং নম্বার,হালনাগাদ অনলাইন জর¥ নিবন্ধন,এস.এস.সি বা সমমানের সার্টিফিকেট,পিতা -মাতার ভোটার আইডি কার্ড এবং ইউপি চেয়ারম্যানের চারিত্রিক সনদপত্র। এ সময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এম. জালাল উদ্দিন,উপজেলা নির্বাহী অফিসার আজহারুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান আঃ কুদ্দুস খান ও মোনেয়ারা ছালাম,ইউপি চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাচান আহাদ, ইউপি চেয়ারম্যান বাবু হুমায়ন কবীর, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সরদার, ইউপি চেয়ারম্যান আঃ ওহাব পান্নু, ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ইমাম হাসান শিপন,আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম ও সাধারন সম্পাদক মো. আলমগীর কবির-সহ উপজেলা দপ্তরের সকল অফিসারগণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন