|
ইউএনও আজহারুল ইসলাম |
প্রতিনিধি,আলফাডাঙ্গা ঃ আলফাডাঙ্গা উপজেলাকে ক্ষুদা ও দারিদ্র মুক্ত উপজেলা হিসাবে গড়তে চাই। এ উপজেলায় যতদিন চাকুরী করবো ততদিন মাটি ও মানুষের পাশে থেকে সবার সেবা যেন নিশ্চিত করতে পারি। আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করবেন। মানুষের পাশে থেকে কাজ করতে পারলেই সেটাই হবে আমার বড় পাওয়া। গত বৃহস্পতিবার বেলা ১১টায় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় আলফাডাঙ্গা প্রেসক্লাবের সকল সদস্যদের সঙ্গে এক মতবিনিময় কালে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম এ সব কথা বলেন। তিনি আরও বলেন, মাদক,বাল্য বিবাহ, ইভটিজিং এর প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং জনগনের মধ্যে সচেতনা বাড়াতে হবে। তিনি গত ১১জুন এ উপজেলায় নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি আহসনদ্দৌলাহ রানা, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, সাধারন সম্পাদক মো. আলমগীর কবির, সহ-সভাপতি খান আসাদুজ্জামান টুনু ও আঃ মান্নান আব্বাস, যুগ্ম সম্পাদক গোলাম আজম মনির, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহারিয়ার হোসেন, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক হারান মিত্র, সাহিত্য সম্পাদক ইবাদত হোসেন মোরাদ, সাংস্কৃতিক সম্পাদক নাছির,সমাজ কল্যান সম্পাদক মিয়া মুরাদ হোসেন,আর্ন্তজাতিক সম্পাদক আজিজুর রহমান দুলাল, কায্যকারী সদস্য এস এম কোবাদ হোসেন,এটিএম মুন্নু মিয়া প্রমূখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন