আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়নের বেজিডাঙ্গা গ্রামে হতদরিদ্র এক কৃষকের লিজ নেওয়া জমিতে ২টি আমের বাগান সহ বিভিন্ন গাছের চারা রাতের আধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে থানার এস আই অসোক ঘটনাস্টল পরিদর্শন করেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, হতদরিদ্র কৃষক হালিম মোল্যা মাথায় হাত দিয়ে গাছের গোড়াঁয় বসে কান্না করছে এবং বলছে গাছের সাথে এ কেমন শত্রুতা। অসুস্থ কৃষক হালিম মোল্যার স্ত্রী মিনি বেগম গতকাল বৃহস্পতিবার কান্না জড়িত কন্ঠে বলেন, পূর্বের শত্রুতার জের ধরে একই গ্রামের তাহাজ্জেত মূন্সি তার দলবল নিয়ে ১৪ জুন রাত ১০টায় বসত বাড়ি পাশের লিজ নেওয়া জমিতে ২টি বাগানে প্রায় দুইশত ধরন্ত আম গাছ, একশত চম্পল গাছ, একশত দেবদার গাছের চারা সহ বিভিন্ন ফলের গাছ গেটে ফেলেছে। আমি এন্জিও’র থেকে এক লক্ষটাকা লোন করে এই গাছের চারা দুই বছর আগে লাগিছে এখন আমার কি হবে বলে কান্নায় ভেঙ্গে পড়েন। এ ব্যপারে তাহাজ্জেত মুন্সির সঙ্গে যোগাযোগ করার চেস্টা করলে তাকে পাওয়া যায় নাই।
জানতে চাইলে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ নাজমুল করিম বলেন, এ বিষয় কোন অভিযোগ পাওয়া যায় নাই। তবে খবর পেয়ে এস আই অসোককে পাঠিয়েছিলাম।
উল্লেখ্য, গত ১২ জুন দিনগত রাতে মো. মিজানুর রহমানের ২১ শতাংশ জমিতে সোসা গাছ কেটে ফেলেছে কে বা কাহারা।
সরেজমিনে গিয়ে জানা যায়, হতদরিদ্র কৃষক হালিম মোল্যা মাথায় হাত দিয়ে গাছের গোড়াঁয় বসে কান্না করছে এবং বলছে গাছের সাথে এ কেমন শত্রুতা। অসুস্থ কৃষক হালিম মোল্যার স্ত্রী মিনি বেগম গতকাল বৃহস্পতিবার কান্না জড়িত কন্ঠে বলেন, পূর্বের শত্রুতার জের ধরে একই গ্রামের তাহাজ্জেত মূন্সি তার দলবল নিয়ে ১৪ জুন রাত ১০টায় বসত বাড়ি পাশের লিজ নেওয়া জমিতে ২টি বাগানে প্রায় দুইশত ধরন্ত আম গাছ, একশত চম্পল গাছ, একশত দেবদার গাছের চারা সহ বিভিন্ন ফলের গাছ গেটে ফেলেছে। আমি এন্জিও’র থেকে এক লক্ষটাকা লোন করে এই গাছের চারা দুই বছর আগে লাগিছে এখন আমার কি হবে বলে কান্নায় ভেঙ্গে পড়েন। এ ব্যপারে তাহাজ্জেত মুন্সির সঙ্গে যোগাযোগ করার চেস্টা করলে তাকে পাওয়া যায় নাই।
জানতে চাইলে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ নাজমুল করিম বলেন, এ বিষয় কোন অভিযোগ পাওয়া যায় নাই। তবে খবর পেয়ে এস আই অসোককে পাঠিয়েছিলাম।
উল্লেখ্য, গত ১২ জুন দিনগত রাতে মো. মিজানুর রহমানের ২১ শতাংশ জমিতে সোসা গাছ কেটে ফেলেছে কে বা কাহারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন