বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬

আলফাডাঙ্গায় পরাজিত প্রার্থীর সমর্থকের বিরুদ্ধে গাছ কেটে ফেলার অভিযোগ



মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চার নং টগরবন্ধ ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য মো. নূর মিয়া ও তার শরিকদের (মেম্বর) মেহগনি বাগান থেকে ২২টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে পরাজিত প্রার্থী মুরাদ মোল্লা ও তার সমর্থক গঞ্জর আলী মোল্লার বিরুদ্ধে। নির্বাচনে পরাজিত হওয়ায় ক্ষুব্ধ হয়ে বুধবার দিবাগত রাতে গাছগুলো কেটে ফেলা হয় বলে অভিযোগ করেন শরিক (ভাই) মো. নিজাম উদ্দিন।

গতকাল বৃহস্পতিবার(০২-০৬-১৬) দুপুরে শরিক নিজাম উদ্দিন সাংবাদিকদের জানান, গত ৩১মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে পরাজিত প্রার্থী মুরাদ মোল্লা ও তার সমর্থক গঞ্জর আলী মোল্লা নানাভাবে গুমকী দিয়ে আসছিল। তিনি দাবী করেন বুধবার রাতে মুরাদ মোল্লা ও গঞ্জর আলী মোল্লা লোকজন নিয়ে মেহগনি বাগানের তিন বছর আগে লাগানো ২২টি গাছ কেটে ফেলে। তিনি আরো জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। এ সময় তিনি গাছ কর্তনকারীরা যেকোন সময় তার বসতভিটায় হামলা করতে পারে বলেও আশংকা প্রকাশ করেন।

যদিও গঞ্জর মোল্লার পরিবারের পক্ষ থেকে এধরনের অভিযোগ সত্য নয় বলে দাবী করা হয়েছে।

এ প্রসঙ্গে টগরবন্ধ ইউনিয়নের চেয়ারম্যান মো. ইমাম হাসান শিপন জানান, উভয় পক্ষের মধ্যে বিবাদের সুয়োগে তৃতীয় কোন পক্ষও এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন