মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬

জমি-জমার বিরোধের জের ধরে বাড়ি ঘর ভাংচুর

স্টাফ রিপোর্টারঃ  ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি-জমার বিরোধের জের ধরে কাঠাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ঘরের টিনের বেড়া ভেঙ্গে দেওয়া আসবাবপত্র তছনছসহ পরিবারের লোকজনকে মারপিঠ করে  গুরুত্বর আহত করা হয়েছে।

মঙ্গলবার (১৪-০৬-১৬)  ভোর ৫ টার সময় উপজেলার বানা ইউনিয়নের টাবনি কঠুরাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে । পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।

জানা যায়, একই গ্রামের ইউনুস বাহিনী তার দলবল নিয়ে সন্ত্রাসী কায়দায় সিরাজ শরীফ গং এর উপর হামলা চালিয়ে সিরাজ শরীফ, আলম শরীফ, নাজমুল শরীফ, তাহাজ্জেদ শরীফ, মোসা. উজ্জল খাতুনকে মারধর করে গুরুত্বর আহত করে। তাদের অবস্থা আশংকাজনক হলে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় বাড়িঘর ভাংচুর ও লুটপাটসহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি করা হয়েছে। পাল্টা হামলায় আহত হয়ে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন ইউনুস বাহিনীর ইউনুস মোল্লা, দেওয়ান মোল্লা, নজরুল মোল্লা, জাফর মোল্লা, রুহুল আমীনসহ বেশ কয়েকজন।

বানা ইউপি চেয়ারম্যান প্রতিদ্বন্দী প্রার্থী হারুন শরীফ সাংবাদিকদের জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়েছে। আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম বলেন, খবর পেয়ে এস আই সাহেব আলীকে ঘটনা স্থলে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত আমি লিখিত কোন অভিযোগ পাইনি। পেলে দ্রুত আইন গত ব্যাবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে ইউনুস এর সঙ্গে যোগাযোগ করার চেস্টা করা হলেও তাকে খুজে পাওয়া যায়নি।

এ ঘটনায় পারিবারিক সূত্রে জানা যায়, তাহাজ্জেল এর স্ত্রী জেসমিন নাহার বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন