বুধবার, ২৯ জুন, ২০১৬

আলফাডাঙ্গায় দূর্যোগ ব্যবস্থাপনা ও নদী ভাঙ্গন বিষয়ক সেমিনার

বিশেষ সংবাদদাতা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় দূর্যোগ ব্যবস্থাপনা ,ভূমিকম্প ও নদী ভাঙ্গন সংক্রান্ত প্রতিরোধ বিষয়ক এক দিনের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৯-০৬-১৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে এ সেমিনার  অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের এর সভাপতিতে উদ্ধোধনী ভাষন রাখেন উপজেলা চেয়ারম্যান এম.এম জালাল উদ্দিন আহমেদ। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারন সম্পাদক নুরুল বাসার মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান একেএম আহাদুল হাচান, উপজেলা ভাইচ চেয়ারম্যান মোনোয়ারা ছালাম, পিআইও কাজী মো. লিয়াকত হোসেন , আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.সেকেন্দার আলম প্রমূখ। এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,সরকারী দপ্তরের কর্মকর্তা, নারী নেত্রী, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক বৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন