মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯

ফেসবুকে ভুয়া তথ্য প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধি, আলফাডাঙ্গা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উদ্দেশ্যমূলকভাবে ভুয়া তথ্য প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা সদরে অবস্থিত প্রগতি সার্জিক্যাল ক্লিনিকের মালিক সিরাজুল হক মিয়া সুজা।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ), আলফাডাঙ্গা উপজেলা শাখা কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, উপজেলা সদরে মুসলিম পাড়ার বাসিন্দা কবির হোসেন মঙ্গলবার তার ফেসবুক আইডিতে আমার ক্লিনিকের ব্যবসায়ীক ভাবমূর্তি ক্ষুন্ন করতে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ও ভুয়া তথ্য প্রকাশ করে আমার এবং  আমার ক্লিনিকের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। আমি এর তিব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

জানতে চাইলে কবির হোসেন জানান, সে বাচার জন্য সংবাদ সম্মেলন করেছে।

সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯

ভুয়া মুক্তিযোদ্ধাদের নামের তালিকা বাতিল করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বেসামরিক গেজেট থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের নামের তালিকা বাতিল করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বাশারুল বারী।

সোমবার বেলা ১২টায় রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ), আলফাডাঙ্গা উপজেলা শাখার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশেষ করে পার্শ্ববর্তি বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের দেউলী এলাকার মৃত আব্দুর রহমান মিয়ার পুত্র সাবেক ইউপি মুক্তিযোদ্ধা কমান্ডার ভুয়া মুক্তিযোদ্ধা (বেসামরিক গেজেট, ক্রমিক নং-১৫৩২) মো. আতিয়ার রহমান মোল্যাসহ সারাদেশের ভুয়া মুক্তিযোদ্ধাদের নামের তালিকা বাতিল হওয়ায় তিনি এ অভিনন্দন জানান।

এ বিষয়ে আতিয়ার রহমান মোল্যার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এসময় উপস্থিত ছিলেন, রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ), কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. সেকেন্দার আলম, রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ), আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল বাসার, যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুজ্জামান চাকলাদার, সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম নাঈম, অর্থ সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মিয়া রাকিবুল, সিনিয়র সদস্য আজিজুর রহমান দুলাল প্রমুখ।

রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৯

আলফাডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী খান বেলায়েত হোসেনের মতবিনিময় সভা

প্রতিনিধি, আলফাডাঙ্গা ঃ আসন্ন ১৮ মার্চ ২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক  ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খান বেলায়েত হোসেন তার নিজ গ্রামের সকলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ রবিবার (২৪ফের্রুয়ারী) বিকাল ৪টার উপজেলাধীন গোপালপুর ইউনিয়নের কামারগ্রাম কাঞ্চন একাডেমী মাঠ প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় আওয়ামীলীগ নেতা গোলাম নবী মাতুব্বর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনামুল হাসান, গোপালপুর ইউপি সদস্য ইব্রাহীম শেখ (কলম), গোপালপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি হাসমত আলী কাজল, কামারগ্রাম ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলাউদ্দীন, যুবলীগ নেতা মাহাবুল আলম ও নুরুল ইসলাম লিটন প্রমুখ। সভায় বক্তারা "আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে গ্রামবাসী সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে তাদের গ্রামের সন্তান খান বেলায়েত হোসেনকে চেয়ারম্যান নির্বাচিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন"। এ সময় খান বেলায়েত হোসেন বলেন "সকলের আন্তরিক সহযোগিতা পেলে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে আলফাডাঙ্গা উপজেলাকে একটি ব্যতীক্রমধর্মী উপজেলা রূপে গড়ে তুলবো।

শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯

শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাইড ও স্কুল ড্রেস বিতরন

মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা ঃ   গরীব ও মেধাবী ৮০জন শিক্ষার্থীদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে সহায়ক বই (গাইড) ও ইউনিফর্ম (স্কুল পোশাক) বিতরণ করা হয়েছে। মহেশপুর ইউনিয়নের ধানজাইল গ্রামে শুক্রবার বিকাল ৫টার সময় ধানজাইল বাজার সংলগ্ন মাঠে ধানজাইল গ্রামের কৃতি সন্তানদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহেশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও আরজেএফ আলফাডাঙ্গা শাখার সভাপতি সাংবাদিক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইডেন কলেজের গণিত বিভাগের প্রভাষক মো. হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন পিজির সহকারী অধ্যাপক ডাঃ কামাল হোসেন। এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সেটেলমেন্ট কর্মচারী ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান মিয়া, নড়াইল এম এ মান্নান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান মৃধা, বনমালীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্রী সুবাস চন্দ্র বিশ্বাস, ধানজাইল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদ শেখ, রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. সেকেন্দার আলম,  বেলাল হোসেন, বদিয়ার মিয়া, উসমান গণি, নাসির ঠাকুর ও মিলু মিয়া প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষক,অভিভাবক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।