এম.এম জালাল উদ্দিন আহম্মেদ |
সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮
আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যানের সকল সংবাদ বর্জন
শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮
আলফাডাঙ্গায় সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের চাঁদড়া গ্রামের প্রদ্যুৎ কুমার সাহার বাড়িতে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২০.০৪.১৮) বিকাল আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি দল তাদেরকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো নিয়ে যায়। নিহত শ্রমিকরা হলো বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আখালীপাড়া গ্রামের ফুল মিয়ার ছেলে আলম (২৫) ও আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের রাজ্জাক শেখের ছেলে শহিদুল (৩৫)। হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ওই গ্রামের প্রদ্দ্যুৎ সাহার বাড়িতে এক মাস আগে নির্মাণ করা সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে প্রথমে একজন নীচে নামে। তার সাড়া না পেয়ে অপর শ্রমিকও নীচে নামে। দুই শ্রমিকের সাড়া শব্দ না পেয়ে ওই বাড়ির লোকজন বোয়ালমারী ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস যখন দুই শ্রমিককে উদ্ধার করে তখন আলম জীবিত ছিল। বোয়ালমারী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ মারনুশ উভয়কেই মৃত ঘোষনা করেন। ডা. মারনুশ বলেন, এক মাস পূর্বে নির্মাণ করা সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮
নিখোজ সংবাদ
আমার স্ত্রী মোসাঃ রুবিনা বেগম(৩০) দুই সন্তানের জননী গত ১২ এপ্রিল বিকালে আলফাডাঙ্গা ভাড়ার বাসা থেকে বাজার করার কথা বলে নিখোজ হয়েছে। যদি কোন সহদয় ব্যক্তি সংবাদ পেয়ে থাকেন তাহলে -০১৯৫৫১১৫০২১ নং নম্বারে যোগাযোগ করুন। তার উচ্চতা-৫ ফুট ২ ইঞ্চি,গায়ের রং-ফর্সা, চুল লম্বা ও কালো। সে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার কান্দাপাড়া গ্রামের মৃতঃ তোফাজ্জেল শেখ এর কন্যা। আলফাডাঙ্গা থানা জিডি নং- ৫৯৭-তারিখ- ১৫-৪-১৮ইং।
বিনিত-মোঃ জাহাঙ্গির হোসেন।
বিনিত-মোঃ জাহাঙ্গির হোসেন।
পুলিশ হবে গণবান্ধব--এস.পি জাকির হোসেন খান
শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮
রক্ষকই ভক্ষক! শিক্ষক কর্তৃক ইভটিজিং করে বাল্য বিবাহ করলেন ছাত্রীকে
বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় লম্পট শিক্ষক ছাত্রীকে ইভটিজিং করে বাল্য বিবাহ করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, উপজেলাধীন বুড়াইচ ইউনিয়নের বারাংকুলা গ্রামের (অবঃ) সৈনিক মিজানুর ফকিরের নাবালিকা স্কুল পড়–য়া কন্যা সোনিয়া আক্তার (১৩)কে একই গ্রামের মৃত সালাম শেখ এর পুত্র কাশিয়ানী উপজেলা পোনা গ্রামের এম এ খালেক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম (রফিক)(৩৮) প্রাইভেট পড়ানোর সুযোগে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত বৃহস্পতিবার সকালে সহস্্রাইল বাজারে প্রাইভেট পড়ার সময় একা পেয়ে তার ইচছার বিরুদ্ধে কুকর্ম করার চেষ্টা করেন। বিষয়টি তৎক্ষনিক জানাজানি হলে লম্পট শিক্ষক ঐ ছাত্রীকে ফরিদপুর চিকিৎসার নাম করে উকিলের দ্বারা নোটারী পাবলিক এর মাধ্যমে বিবাহ করে এ অঘটনাটি-কে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালায়। বারাংখুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান বলেন, সনিয়া আমার স্কুলের ৯ম শ্রেনীর মেধাবী ছাত্রী। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক ঘটনার সত্যতা শিকার করে বলেন, মেয়েটিকে আমি নোটারী পাবলিকের মাধ্যমে বিবাহ করেছি। এ ঘটনায় এলাকায় চনচল্লোকার সৃষ্টি হয়েছে। এলাকার সুশিল সমাজ উক্ত লম্পট শিক্ষকের বিচারের দাবি জানান। ছাত্রীর পিতা মিজানুর ফকির সাংবাদিকদের বলেন, এ ঘটনা সত্য হলেও, আমার করার কিছু নেই। উল্লেখ্য, ইতি পূর্বে এম এ খালেক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর এক ছাত্রীকে বিরক্ত করার কারনে উক্ত শিক্ষক বিচারের সম্পূখিন হয়।
শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮
আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে চুরি
বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিভিন্ন দপ্তর ও পৌরসভায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। জানা যায়, গত বৃহস্পতিবার দিনগত গভীর রাতে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনও,মহিলা অধিদপ্তর,মৎস্য অধিদপ্তর ও পৌরসভা অফিস সহকারীর রুমে এ চুরির ঘটনা ঘটে। ইউএনও অফিসের নৈশপ্রহরী শাহাজান মিয়া ও পৌরসভার নৈশপ্রহরী উবাইদুর রহমান বলেন, প্রতিদিনের ন্যায় আমরা অফিসে তালা মেরে পাশের রুমে দরজা দিয়ে ঘুমিয়ে থাকি। ভোর সাড়ে ৪টার সময় ঘুম ভাঙ্গলে উঠে দেখি দরজায় বাহির পাশে শিকল লাকায়া দেয়া। পরে চিৎকারে আশে পাশের লোকজন এসে দরজা খুলে দেখি উক্ত পাঁচটি অফিসের দরজা ভেঙ্গে আলমারীর ভিতর থেকে উপজেলা চেয়ারম্যান অফিস থেকে নগদ ৩০হাজার ও পৌরসভা অফিস থেকে নগদ ১০ হাজার টাকা চুরি হয়েছে। এ খবর পেয়ে আজ শুক্রবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান ,পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, থানা অফিসার ইনচার্জ নাজমুল করিম ঘটনাস্থল পরির্দশন করে। জানতে চাইলে এসিল্যান্ড বলেন, ইউএনও স্যার আসলে থানায় অভিযোগ দেওয়া হবে। তদন্ত চলছে দূষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)