রবিবার, ২৭ আগস্ট, ২০১৭

আলফাডাঙ্গায় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় এক মেধাবী স্কুল ছাত্রীকে বিয়ের প্রলবনার ফাদে ফেলে ধর্ষন করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। এ ঘটনায় মেয়েটি বুধবার বিকালে একজনকে আসামী করে থানায় অভিযোগ করেছে। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলাধীন টগরবন্দ ইউনিয়নের টিটা গ্রামে মো. নজরুল শেখের পুত্র ইমরান শেখ(৪০) নামে এক বখাটে যুবক ২বছর যাবত একই গ্রামের উক্ত মেয়েটিকে উত্যক্ত করে আসছিল। মেয়েটির বাড়ির পাশে তার বড় চাচির ঘরে ভিতরে লম্পট ইমরান বিয়ের প্রলবন দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করেন। ধর্ষনের পর ইমরান মেয়েটিকে বিয়ে করতে রাজি না হলে মেয়েটি ঘটনার দিন বুধবার রাতে তার বাড়িতে গলায় রশি দিয়ে আত্রাহত্যা করার চেষ্টা করে। পরে মেয়েটি পরিবার থানায় লিখিত অভিযোগ করে। খায়রুন নেছা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. মোস্তাক আহম্মদ বলেন, মেয়েটি আমার স্কুলের ৮ম শ্রেনীর মেধাবী ছাত্রী। তার রোল নং ৩। বিষয়টি আমি শুনেছি তবে এ ঘটনায় অপরাধীকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির হওয়া উচিত।
এ ব্যাপারে টগরবন্দ ইউপি চেয়ারম্যান ইমাম হাসান শিপন বলেন, মেয়ে ও ছেলের বাড়ি আমার বাড়ির পাশে। ঘটনা বিষয় আমি শুনেছি। এর বিচার হওয়া উচিত।
জানতে চাইলে থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম বলেন, মেয়ে ও তার মা থানায় গত বুধবার লিখিত অভিযোগ দিয়েছেন। এখন মেয়েটি থানায় আসলে মামলা করা হবে।      

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন