বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পৌরসভার বাকাইল গ্রামে এক বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানা অভিযোগ সুত্রে জানা যায়, বাকাইল গ্রামের মো. নজরুল ইসলাম শনিবার রাত ১১টার সময় প্রতিদিনের মত একতলা বিল্ডিং এর জানালা দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। আজ রবিবার ভোর সকালে ঘুম থেকে উঠে দেখে ঘরের পশ্বিম পাশের দরজা খোলা। নজরুল ইসলাম বলেন, চোরেরা ঘরের পশ্বিম পাশে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আলমারী ভেঙ্গে ৯ ভরি স্বর্ন অলংকার ও নগদ ১ লক্ষ ১৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। আমরা পাশের রুমে ঘুমিয়ে থাকার কারণে রাতে চুরির ঘটনা বুঝতে পারিনি। এ ব্যাপারে আমি থানায় অভিযোগ দিয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন