বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন মামলার তিনজন স্বাক্ষী ও বাদির ভাসুর ও দেবরের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেছেন আসামি পক্ষ। জানা যায়, উপজেলার বেলবানা গ্রামের মোস্তাক আহম্মেদের দশম শ্রেণী পড়–য়া মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে পাশের কটুরাকান্দি গ্রামের বিপুল শেখের ছেলে সবুজ (১৭) প্রেমের প্রস্তাব দিয়ে বেশ কিছুদিন উত্ত্যক্ত করে আসছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মেয়ের মা লাকী বেগম বাদী হয়ে গত ১০ আগস্ট আলফাডাঙ্গা থানায় সবুজকে (১৭) একমাত্র আসামি করে মামলা করেন। সবুজ উপজেলার ধুলজুড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। মামলার পর থেকে আসামি সবুজ পলাতক রয়েছে। এর প্রতিশোধ নিতে সবুজের মামা নজরুল শরীফ গত ১৩ আগস্ট স্বাক্ষী বেলবানা গ্রামের হান্নান বিশ্বাস (৪০), নাছির মোল্যা (৩০), ওবায়দুর (৩৫) ও বাদির দেবর সাজ্জাদ বিশ্বাসসহ (৩০) ১৪জনের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি মামলা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন