শনিবার, ১৭ জুন, ২০১৭

এসিলেন্ডের নির্দেশ অমান্য করে আলফাডাঙ্গায় চলছে সরকারী গাছ কাটার হরিলুট


প্রতিনিধি,আলফাডাঙ্গা ঃ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পারভেজ চৌধুরীর নিদের্শ অমান্য করে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বানা ইউনিয়নের টোনাপাড়া গ্রামে চলছে সরকারী গাছ কাটার হরিলুট। গত শনিবার ১৭ জুন সরেজমিনে গিয়ে দেখা যায়,  বানা ইউনিয়নের টোনাপাড়া গ্রাম সহ কয়েকেটি গ্রামে পল্লী বিদ্যুত এর নতুন লাইন নির্মাণের কাজ চলছে। বিদ্যুত এর লাইন নির্মানের জন্য সরকারী রাস্তার পাশ দিয়ে মেহগুনী,রেন্টি ও বিভিন্ন প্রকার গাছের ডালপালা ছেটে লাইন নির্মান করছেন বিদ্যুত কৃতপক্ষ। অন্যদিকে সুযোগ পেয়ে স্থানীয় সাবেক ইউপি মেম্বর মো. আলমগীর হোসেন, কাঠ ব্যবসায়ী শাহাবুল সরদার, স্থানীয় যুবলীগ নেতা কামাল হোসেন, একই গ্রামের রোকন উদ্দিন,হাসু মিয়া ও আড়পাড়া গ্রামের হাসু মিয়া প্রায় ১০লক্ষ টাকা মূল্যের মেহগুনী,শিশু ও রেন্টি গাছ দিনে দুপুরে প্রশাসনকে তোয়াক্কা না করে কেটে নিয়ে যায়।
এ বিষয় সাহাবুল ও আলমগীর বলেন, আমরা ব্যাক্তিগত প্রয়োজনে গাছ কেটে নিচ্ছি।
এ ব্যাপারে উপজেলা ভূমি অফিসের কানুনগো সার্ভেয়ার ইসমাইল হোসেন সিরাজী বলেন, আমি নিজে সরেজমিনে গিয়ে গাছ কাটতে বাধা দিয়েছি এবং কাটা গাছ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জিম্মায় রেখে এসেছি।
জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পারভেজ চৌধরী বলেন,বিষয়টি জানতে পেয়ে আমি সার্ভেয়ারকে পাঠিয়ে গাছ কাটা বন্ধ করেছি। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭

ক্ষুদা দারিদ্র মুক্ত উপজেলা গড়তে চাই ---ইউএনও আজহারুল ইসলাম

ইউএনও আজহারুল ইসলাম
প্রতিনিধি,আলফাডাঙ্গা ঃ আলফাডাঙ্গা উপজেলাকে ক্ষুদা ও দারিদ্র মুক্ত উপজেলা হিসাবে গড়তে চাই।  এ উপজেলায় যতদিন চাকুরী করবো ততদিন মাটি ও মানুষের পাশে থেকে সবার সেবা যেন নিশ্চিত করতে পারি। আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করবেন। মানুষের পাশে থেকে কাজ করতে পারলেই সেটাই হবে আমার বড় পাওয়া। গত বৃহস্পতিবার বেলা ১১টায় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় আলফাডাঙ্গা প্রেসক্লাবের সকল সদস্যদের সঙ্গে এক মতবিনিময় কালে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম এ সব কথা বলেন। তিনি আরও বলেন, মাদক,বাল্য বিবাহ, ইভটিজিং এর প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং জনগনের মধ্যে সচেতনা বাড়াতে হবে। তিনি গত ১১জুন এ উপজেলায় নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি আহসনদ্দৌলাহ রানা, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, সাধারন সম্পাদক মো. আলমগীর কবির, সহ-সভাপতি খান আসাদুজ্জামান টুনু ও আঃ মান্নান আব্বাস, যুগ্ম সম্পাদক গোলাম আজম মনির, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহারিয়ার হোসেন, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক হারান মিত্র, সাহিত্য সম্পাদক ইবাদত হোসেন মোরাদ, সাংস্কৃতিক সম্পাদক নাছির,সমাজ কল্যান সম্পাদক মিয়া মুরাদ হোসেন,আর্ন্তজাতিক সম্পাদক আজিজুর রহমান দুলাল, কায্যকারী সদস্য এস এম কোবাদ হোসেন,এটিএম মুন্নু মিয়া প্রমূখ।

পিবিআই তদন্ত শুরু ! আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতির নামে ফেসবুকে কটুক্তি করায় আদালতে মামলা

প্রতিনিধি, আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক আমাদের আলফাডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ) এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, দৈনিক ভোরের পাতার ও ভোরের প্রত্যাশা পত্রিকার আলফাডাঙ্গা প্রতিনিধি  সাংবাদিক মো. সেকেন্দার আলম শেখ এর নামে বহিরাগত আবুল বাসার (৪২) নামে এক ইনসুরেন্স ও এনজিও কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তার (বাসার) আইডিতে কটুক্তি করা , সেকেন্দারের পিতা বীর মুক্তিযোদ্ধা মো. মোসলেম উদ্দিন ও তার মৃতঃ দাদা  মো. লাল মিয়ার নামে বিভিন্ন আপত্তিকর ভাষা ব্যবহার করায় জেলা ফরিদপুর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আমলী আদালতে ৫০১/৫০২ ধারায় মানহানী ও তথ্য প্রযুক্তি আইনে (সেকেন্দার বাদী হয়ে) মামলা দায়ের করেন। মামলাটি আদালত আমলে এনে বাংলাদেশ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন(পিবিআই)তে মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিল করার নিদেশ দেন। আবুল বাসার বোয়ালমারী উপজেলার শেখপুর গ্রামের মৃতঃ আবুল কালাম এর পুত্র।
কিছু দিন পর আজ বৃহস্পতিবার ১৫ জুন ফরিদপুর পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন(পিবিআই) ইনচার্জ অতিরিক্ত  পুলিশ সুপার কানাই লাল সরকার ও মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক(নিঃ) মো. মিজানুর রহমান মামলার তদন্ত করার জন্য আলফাডাঙ্গায় আসেন। এ জেড পাইলট উচ্চ বিদ্যালয় এক রুমে উভয় পক্ষকে নিয়ে তদন্ত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার বলেন, বাংলাদেশ সরকারের পুলিশ বিভাগের আরেকটি তদন্ত কারী বিভাগ বাংলাদেশ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন(পিবিআই)। ফরিদপুর জেলা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন(পিবিআই) এ পযর্ন্ত প্রায় ৫শতাধীক মামলা ন্যায় ও নিষ্ঠার সাথে সততা রেখে সঠিক তদন্ত করেছে। আমার অফিসে যাওয়ার জন্য কোন অনুমতি নেওয়া লাগেনা। এই মামলায় যে সতত্যতা পাওয়া যাবে আমরা সেই প্রতিবেদন আদালতে দাখিল করব। তিনি আরও বলেন,আমি কোন তদবির পছন্দ করি না এবং এ পযর্ন্ত কেউ আমাকে তদবীরের জন্য শুপারিশ করেন নাই। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি,স্থানীয় সাংবাদিক,পৌর-ওয়ার্ড কমিশনার সহ মামলার স্বাক্ষীগন উপস্থিত ছিলেন।

গাছের সাথে এ কেমন শত্রুতা

আলফাডাঙ্গা  ঃ  ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়নের বেজিডাঙ্গা গ্রামে হতদরিদ্র এক কৃষকের লিজ নেওয়া জমিতে ২টি আমের বাগান সহ বিভিন্ন গাছের চারা রাতের আধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে থানার এস আই অসোক ঘটনাস্টল পরিদর্শন করেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, হতদরিদ্র কৃষক হালিম মোল্যা মাথায় হাত দিয়ে গাছের গোড়াঁয় বসে কান্না করছে এবং বলছে গাছের সাথে এ কেমন শত্রুতা। অসুস্থ কৃষক হালিম মোল্যার স্ত্রী মিনি বেগম গতকাল বৃহস্পতিবার কান্না জড়িত কন্ঠে বলেন, পূর্বের শত্রুতার জের ধরে একই গ্রামের তাহাজ্জেত মূন্সি তার দলবল নিয়ে ১৪ জুন রাত ১০টায় বসত বাড়ি পাশের লিজ নেওয়া জমিতে ২টি বাগানে প্রায় দুইশত ধরন্ত আম গাছ, একশত চম্পল গাছ, একশত দেবদার গাছের চারা সহ বিভিন্ন ফলের গাছ গেটে ফেলেছে। আমি এন্জিও’র থেকে এক লক্ষটাকা লোন করে এই গাছের চারা দুই বছর আগে লাগিছে এখন আমার কি হবে বলে কান্নায় ভেঙ্গে পড়েন। এ ব্যপারে তাহাজ্জেত মুন্সির সঙ্গে যোগাযোগ করার চেস্টা করলে তাকে পাওয়া যায় নাই।
জানতে চাইলে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ নাজমুল করিম বলেন, এ বিষয় কোন অভিযোগ পাওয়া যায় নাই। তবে খবর পেয়ে এস আই অসোককে পাঠিয়েছিলাম।
উল্লেখ্য, গত ১২ জুন দিনগত রাতে মো. মিজানুর রহমানের ২১ শতাংশ জমিতে সোসা গাছ কেটে ফেলেছে কে বা কাহারা।

রবিবার, ১১ জুন, ২০১৭

আলফাডাঙ্গা প্রেসক্লাবে ইফতার পার্টি

প্রতিনিধি,আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবে গত ১০ জুন শনিবার সন্ধায় এক আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কলেজ রোড চৌয়াল্লিশের মোড়ে অবস্থিত প্রেসক্লাবের অফিস কক্ষে আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকেন্দার আলমের স্বাগত বক্তব্য’র মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  এসিল্যান্ড ও উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) পারভেজ চৌধুরী। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক  নুরুল বাসার মিয়া, ফরিদপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান (পিকুল),মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দকুর রহমান,সদর ইউপি চেয়ারম্যান আহাদুল হাচান আহাদ,প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাড.মিরাজ শরিফ, গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাইফুর রহমান সাইফার,জেলা পরিষদের সদস্য বিউটি বেগম, দপ্তর সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, এস আই মাসরুল,উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক শেখ দেলোয়ার হোসেন, বানা ইউনিয়নের কৃষকলীগের সভাপতি হারুন অর- রশিদ। । অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সহ-সভাপতি খান আসাদুজ্জামান টুনু ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবির। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মান্নান আব্বাস ,সহ-সাধারণ সম্পাদক গোলাম আজম মনির, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম,কোষাধ্যক্ষ মোঃ শাহারিয়ার হোসেন, দপ্তর সম্পাদক মোঃ ইকবাল হোসেন, আর্ন্তজাতিক সম্পাদক আজিজুর রহমান দুলাল, প্রচার সম্পাদক হারাণ মিত্র ,সমাজকল্যাণ সম্পাদক মিয়া মোঃ মোরাদ হোসেন, সাহিত্য সম্পাদক ইবাদত হোসেন মোরাদ ,সংস্কৃতিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন,ক্রীড়া সম্পাদক মোঃ রবিউল ইসলাম, কার্যকরী সদস্য এটিএম মুন্নু মিয়া ও  কিশোর মাহমুদ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতিকে ফুল দিয়ে বরণ করেন অতিথিরা।

শনিবার, ১০ জুন, ২০১৭

শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ট সন্তান হিসেবে স্বীকৃিত দিয়েছেন--কেন্দ্রীয় নেতা মোস্তাক

প্রতিনিধি,আলফাডাঙ্গা  ঃ বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ট সন্তান হিসেবে স্বীকৃিত দিয়েছেন। স্বাধীনতা বিজয়ী মুক্তিযোদ্ধাদের নিয়ে শপথ করছেন এ দেশ থেকে সন্ত্রাস জঙ্গিবাদের শিকড় উপড়ে ফেলা হবে। আমি বলতে চাই এ দেশ থেকে জঙ্গি নির্মুল করে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় এবং দুই লক্ষ মা বোনদের ইজ্জেতের বিনিময় যে দেশ স্বাধীন হয়েছে সেই দেশের স্বাধীনতা রক্ষা করবে জাতির শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধা এবং তার প্রজম্ম। আমি যখন ছাত্রলীগ করি তখন বিরোধী দলের রাজপথের জুলুম নির্যাতন বয়ে গেছে আমার শরীরের ওপর দিয়ে। এখন আমার আওয়ামী রাজনীতি মিশে গেছে যাঁর শরীরের প্রতিটি অস্থি মজ্জায়। গত শুক্রবার ৯ জুন সন্ধায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর শহীদ জাফর স্বরণে জাগরনী ক্লাবের আয়োজনে গোপালপুর সরকারী প্রাথমীক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ সব কথা বলেন, বাংলাদেশ তিতাস গ্যাস কম্পানীর পরিচালক, উক্ত ক্লাবের সভাপতি, আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক খান মঈনুল ইসলাম মোস্তাক।
তিনি আরও বলেন, ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়ে ছিলেন এই গ্রামেরই কৃতি সন্তান জাফর। তার নামে প্রতিষ্ঠিত হয়েছে ফরিদপুর জেলার স্বাধীনতার প্রথম দিকের রেজিষ্টার প্রাপ্ত সংগঠন শহীদ জাফর স্বরণে জাগরনী ক্লাব। আর স্বাধীনতা স্বপক্ষে কাজ করছে এ ক্লাবটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পারভেজ চৌধরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আ’লীগ নেতা খান বেলায়েত হোসেন,নিটল গুরুপ অব কম্পানীর পরিচালক মো. আফরোজ খান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নুরুল বাসার মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবুৃ হোসেন তালুকদার,আকরামুজ্জামান কুয়েতী আকরাম,মো. আশরাফ উদ্দিন তারা, ইউপি চেয়ারম্যান আহাদুল হাসান আহাদ,ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম , উপজেলা সেচ্ছা সেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন , উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান , উপজেলা যুবলীগের মহিলা সম্পাদীকা সৈয়দা নাজনীন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও উক্ত ক্লাবের অতিরিক্ত সাধারন সম্পাদক সেকেন্দার আলম।
এ ছাড়া ও মুক্তিযোদ্বাগণ, উপজেলা পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিকসহ œ সর্বস্তরের  জনসাধারন উপস্থিত ছিলেন।

রবিবার, ৪ জুন, ২০১৭

আলফাডাঙ্গায় মুক্তিযোদ্ধা কমান্ডারের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ

প্রতিনিধি,আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় যুদ্ধকালিন কম্পানী কমান্ডার অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর টেকনিক্যাল ইঞ্জিয়ার বীর মুক্তিযোদ্ধা বকতিয়ার রহমানের বসত বাড়িতে প্রতিপক্ষ হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়  রবিবার থানায় মামলার প্রস্তুতি চলছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, যুদ্ধকালিন কম্পানী কমান্ডার অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর টেকনিক্যাল ইঞ্জিয়ার বকতিয়ার রহমানের গ্রামের বাড়ি উপজেলাধীন টগরবন্দ ইউনিয়ানের তিতুরকান্দি গ্রামে। একই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃতঃ আঃ মান্নানের ভাই শেখ দাউদ হোসেন ও পুত্র মোঃ শাহিন শেখ এর নেতৃত্বে ২৫/৩০ জন পূর্বের শত্রুতার জের ধরে গত ৩ জুন গভীর রাতে তাদের দলবল নিয়ে কয়েকটি বাড়িতে হামলা চালায়। হামলা চালিয়ে ফ্রিজ,শোকেজ,ঘাট,আলমারী,টিভি,টেবিল,মালামাল ও ঘরবাড়ি ভাংচুর করে এবং ঘরে থাকা মালামাল,গরু,স্বর্ণ অলংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। হামলায় বাধা দেয়ায় সাহাবুদ্দিন নামে একজনকে হাতুড়ি ও লোহার রড দিয়া পিটিয়ে গুরুত্বর জখম করে। পরে তাকে কাশিয়ানী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
বীর মুক্তিযোদ্ধা বকতিয়ার রহমান কান্না জড়িত কন্ঠে বলেন, এই জন্য দেশ স্বাধীন করে ছিলাম। আমি থানায় মামলা করায় জীবন নাশের হুমকীর মুখে রয়েছি। যে কোন মুহুত্বে শাহিনরা আমার পরিবারের উপর আবার হামলা চালাতে পারে। আমাদের পরিবারের নিরাপত্তা দরকার।
জানতে চাইলে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিছে এবং মুক্তিযোদ্ধা বকতিয়ার রহমান বাদী হয়ে অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।