বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭

আলফাডাঙ্গায় নবগত ইউএনও’র মতবিনিময় সভা

প্রতিনিধি,আলফাডাঙ্গা ঃ আলফাডাঙ্গা উপজেলা হল রুমে ২৫ মে বৃহস্পতিবার সকাল ১১টায় নবগত উপজেলা নির্বাহী অফিসার(অঃদাঃ) পারভেজ চৌধরী এক মতবিনিময় সভা করেন। সদ্য যোগদানকারী সহকারী কমিশনার ভূমি পারভেজ চৌধরী ২১ মে ইউএনও এবং পৌর প্রশাসক হিসাবে অতিরিক্ত দায়িত্ব পেয়ে উপজেলার প্রশাসনিক কর্মকর্তা,চেয়ারম্যান,সাংবাদিক,শিক্ষক ও সুশিল সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন। এ সময় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, অধ্যক্ষ মনিরুল হক ও মোরসেদুর রহমান, মৎস্য কর্মকর্তা তপন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা জালাল আহম্মেদ, ইউপি চেয়ারম্যান আঃ ওহাব পান্নু ও খান সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক আঃ রউফ তালুকদার ,উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান ও সাংবাদিক আলমগীর কবির। সভা পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অনুপম দাস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন