মঙ্গলবার, ২৩ মে, ২০১৭

চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্ধোধন

প্রতিনিধি,আলফাডাঙ্গা ঃ আলফাডাঙ্গা উপজেলাধীন চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্ধোধন করেন পাচুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মিজানুর রহমান।  ২৩ মে মঙ্গলবার প্রথম দিন সকাল ৮টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা সুচনা শুরু হয়। নিত্য প্রতিযোগিতার এক পর্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশে গাড়ি বহরে এসে কুচকাওয়াজ পরিদর্শন করেন শিক্ষার্থীরা। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিদ্যালযের প্রধান শিক্ষক এস.এম ওবায়দুর রহমান (জাফর মিয়া)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশবাড়িয়া ইউনিয়ানের সাবেক চেয়ারম্যান এম এম রেজাউল করিম চুন্নু, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানসহ বিদ্যালয়ের কমিটির সদস্যগণ, ইউপি সদস্য,অভিভাবকবৃন্দ,গন্যমান্যব্যাক্তিবর্গ,কমিটির সদস্যবৃন্দ,শিক্ষক ও শিক্ষার্থীরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন