বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭

আলফাডাঙ্গায় শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

প্রতিনিধি, আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুন্সি রুহুল আসলাম বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে। গত ২৪ মে বুধবার সন্ধায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে এ অনুষ্ঠান হয়। নওয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল আহসানের সভাপতিত্বে পরিচালনা করেন পাড়াগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমানের। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সিদ্দিকুর রহমান,সহকারী শিক্ষা অফিসার লাভনী রায় ও উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক বিকাশ চন্দ্র দাস , উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ সিহাবুল ইসলাম, সাবেক সভাপতি হিটলার রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সিফায়েত আলী,বুড়াইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা বেগম,কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, ইকড়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফ আলী খান, ইছাপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, সরকারী প্রাথমিক বিদ্যালয় দপ্তরী (অফিস সহায়ক) কল্যাণ সমিতির বৃহত্তর ফরিদপুর জেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম এবং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ বোরহান কবির প্রমুখ। উল্লেখ্য, সহকারী শিক্ষা অফিসার  মুন্সি রুহুল আসলাম গত ১১ মে সহকারী শিক্ষা অফিসার থেকে শিক্ষা অফিসার পদে পদন্নতি লাভকরায় আলফাডাঙ্গা উপজেলা থেকে বদলি হয়ে গোপালগঞ্জ জেলার মুকসেদপুর উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন