বোয়ালমারী প্রতিনিধি ঃ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্¥ সাধারন সম্পাদক নির্বচিত হওয়ায় মো. আব্দুর রহমান এমপিকে আজ শনিবার ফরিদপুরের বোয়ালমারীতে সংবর্ধনা দেওয়া হয়েছে। নাগরিক কমিটির ব্যানারে আওয়ামী লীগের একাংশ এ সংবর্ধনা প্রদান করে। উপজেলা আওয়মী লীগের সহসভাপতি ও নাগরিক কমিটির আহবায়ক জেলা পরিষদের নির্বাচিত সদস্য আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ। তিনি তার বক্তব্যে বলেন শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেন তিনি তা বাস্তবায়ন করেন। ড. ইউনুস, বিএনপি, জামায়াতের কথা শুনে ওয়ার্ল্ড ব্যাংক পদ্মা সেতুর টাকা ফেরত নিয়েছিলেন। বিশ্ব ব্যাংককে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করছেন। আগামী নির্বাচন শতভাগ অবাধ, সুষ্টু ও নিরপেক্ষ হবে। বিএনপি নির্বাচনে না এলে তাদেও অস্তিত্ব বিলিন হয়ে যাবে। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও নাগরিক কমিটির সদস্য সচিব শাহজাহান মীরদাহ পিকুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএম মোজাম্মেল হক এমপি, খালিদ মাহামুদ এমপি, আবু সাইদ আল মাহামুদ স্বপন এমপি, এসএম কামাল, মো. দেলোয়ার হোসেন, জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দিলিপ রায় প্রমুখ। আলফাডাঙ্গা উপজেলা থেকে উক্ত অনুষ্ঠানে আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান আহাদুল হাসান আহাদ, কৃষক লীগের কেন্দীয় কমিটিরি সদস্য জামাল হোসেন মুন্না,উপজেলা যুবলীগের সভাপতি আহসান-উদ্দৌলাহ রানা,উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান ও ইউপি চেয়ারম্যানদের নেতৃত্বে ৩/৪শত মটর সাইকেল বহর নিয়ে যোগদেন। সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন কওে আখি আলমগির, রিংকু, আকাশ, আকবর প্রমুখ শিল্পিবৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন