বিশেষ প্রতিনিধি ঃ বাঁচাও নদী, বাঁচাও মানুষ,বাঁচাও দেশ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জায়গা রক্ষা করলেন ফরিদপুর জেলা প্রশাসক ও জেলা নদী রক্ষা কমিটির সভাপতি বেগম উম্মে সালমা তানজিয়া। আজ সোমবার(২০-২-১৭) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়রে বেড়ীর হাট বাজার সংলগ্ন ওয়াবদার খাল এর উপর বেআইনি ভাবে দখল করে আর.সি.সি পাকা পিলার দিয়ে তৈরি করে অবৈধ ভাবে দোকনঘর ভবন নিমার্ণের সময় উপজেলা নির্বাহী অফিসার(অতিরিক্ত দায়িত্ব) রওশন আরা পলি-কে পাঠিয়ে ওয়াবদার জায়গা রক্ষা করেন জেলা প্রশাসক।
জানা যায়, উপজেলাধীন বেড়িরহাট বাজারে বানা থেকে যোগিবরাট মেইন রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে ওয়াবদার সরকারী খাল। খালের পাড় দিয়ে বাজার সংলগ্ন জায়গায় এলাকার কিছু অসাধু ব্যক্তিগণ অবৈধ ভাবে খালটি দখল করে নিচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায় সরকারী জায়গা দখলের মহা উৎসব চলছে। স্থানীয় প্রভাবশালী ধুলজুড়ী গ্রামের দাউদ হোসেন, আনন্দ ডাক্তার,নিরঞ্জন , কিরণ দজি, আমিনুর সরদার ,মান্নান গাজি ,আইযুব খান , হালিম খান ও ফজর মিয়া গং ৭/৮টি দোকান ঘর অবৈধ ভাবে নির্মাণ করছেন। জানতে চাইলে দাউদ হোসেন বলেন, উক্ত খালেতে আরও অনেক ঘর অবৈধ আছে। সেই গুলী আগে বন্ধ করেন তার পর আমাদের ঘরের কাজ বন্ধ হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার(অতিরিক্ত দায়িত্ব) রওশন আরা পলি বলেন, খালের মধ্যে সরকারী জায়গায় অবৈধ ভাবে ঘর উত্তেলন করতে ছিল। খবর পেয়ে সরেজমিনে গিয়ে ঘর তোলার কাজ বন্ধ করা হয়েছে।
নাম প্রকাশে অনুচ্ছুক এক স্থানীয় ব্যাক্তি সাংবাদিকদের বলেন, মান্নান গাছিদের ঘরের কাজ বন্ধ করেছে ইউএনও কিন্তু আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যানের ভাই দাউদ হোসেন এর ঘরের কাজ এখনও চলছে।
জানা যায়, উপজেলাধীন বেড়িরহাট বাজারে বানা থেকে যোগিবরাট মেইন রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে ওয়াবদার সরকারী খাল। খালের পাড় দিয়ে বাজার সংলগ্ন জায়গায় এলাকার কিছু অসাধু ব্যক্তিগণ অবৈধ ভাবে খালটি দখল করে নিচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায় সরকারী জায়গা দখলের মহা উৎসব চলছে। স্থানীয় প্রভাবশালী ধুলজুড়ী গ্রামের দাউদ হোসেন, আনন্দ ডাক্তার,নিরঞ্জন , কিরণ দজি, আমিনুর সরদার ,মান্নান গাজি ,আইযুব খান , হালিম খান ও ফজর মিয়া গং ৭/৮টি দোকান ঘর অবৈধ ভাবে নির্মাণ করছেন। জানতে চাইলে দাউদ হোসেন বলেন, উক্ত খালেতে আরও অনেক ঘর অবৈধ আছে। সেই গুলী আগে বন্ধ করেন তার পর আমাদের ঘরের কাজ বন্ধ হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার(অতিরিক্ত দায়িত্ব) রওশন আরা পলি বলেন, খালের মধ্যে সরকারী জায়গায় অবৈধ ভাবে ঘর উত্তেলন করতে ছিল। খবর পেয়ে সরেজমিনে গিয়ে ঘর তোলার কাজ বন্ধ করা হয়েছে।
নাম প্রকাশে অনুচ্ছুক এক স্থানীয় ব্যাক্তি সাংবাদিকদের বলেন, মান্নান গাছিদের ঘরের কাজ বন্ধ করেছে ইউএনও কিন্তু আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যানের ভাই দাউদ হোসেন এর ঘরের কাজ এখনও চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন