বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬

আলফাডাঙ্গায় জমিজমা বিরোধের জের ধরে গৃহবধুকে কুপিয়ে জখম

আহত মমতাজ
বিশেষ সংবাদদাতা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোসা. মমতাজ বেগম (৬০) নামে এক গৃহবধুকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
জানা যায়, ওই গ্রামের গৃহবধু মমতাজ বেগমের সাথে প্রতিবেশী আলী আকবার মিয়া (৬০), নূর ইসলাম মিয়া(৩০), রুবেল মিয়া(২২) এর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।
গত মঙ্গলবার (২৮.০৬.১৬) বেলা ১টা ৩০ ঘটিকার সময় নিজ বাড়ির পূর্ব পার্শে¦ বারাসিয়া নদীর পাড়ে মমতাজ বেগমের স্বত্ত্ব দখলীয় জমিতে প্রতিপক্ষের লোকজন জোর পূর্বক বেড়া দিতে আসে। বেড়া দিতে বাধা দেয়ায় প্রতিপক্ষ আকবর মিয়া তার হাতে থাকা ধারালো দা দিয়ে মাথায় কোপ দিলে মমতাজ বেগম মাটিতে পড়ে যায় এসময় নূর ইসলাম ও  রুবেল মিয়া বাশেঁর লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে মমতাজ বেগম বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছে।




বুধবার, ২৯ জুন, ২০১৬

আলফাডাঙ্গা সরকারী ডিগ্রি কলেজের অফিসার ইনচার্জ এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মো. মোশারফ হোসেন
বিশেষ সংবাদদাতা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা ডিগ্রি কলেজ  জাতীয়করণ সংক্রান্ত বিষয়ে চলতি বছরের ৬ এপ্রিল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা  একটি ফাইলে স¦াক্ষর করেছিলেন। প্রধানমন্ত্রীর চুড়ান্ত স¦াক্ষরের ফলে ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে শিক্ষামন্ত্রনালয় থেকে জাতীয়করনের প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে জ্যৈষ্ঠতার ভিত্তিত্বে অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন। ফলে গীতারানী কর্মকার(ইতিহাস) অবসর সন্নিকটে হওয়াতে প্রজ্ঞামতে ইমারত হোসেন চৌধুরী(রাষ্ট্র বিজ্ঞান) আলফাডাঙ্গা সরকারী ডিগ্রি কলেজের অফিসার ইনচার্জ এর দায়িত্ব পাওয়ার কথা। তবে তিনি (ইমারত হোসেন চৌধুরী) দায়িত্ব নিতে অপরাকতা স্বীকার করলে সরকারী নিয়মনীতি তোয়াক্কা না করে অর্থনীতি বিভাগের প্রভাষক মো. মোশারফ হোসেন  অফিসার ইনচার্জ এর দায়িত্ব গ্রহন করেন। দায়িত্ব  গ্রহনের পর তার (মো. মোশারফ হোসেন)  বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠেছে।

সাবেক উপাধ্যক্ষ সারেকুল হাসান লিখিত অভিযোগে সাংবাদিকদের জানান, মো. মোশারফ হোসেন  গত ৪ মে ২০১৬ইং তারিখে অফিসার ইনচার্জ হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে বিনা নোটিসে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রগ্রামের এইচ.এস.সি ও বিএসএস প্রগ্রামের দায়িত্বপ্রাপ্ত সাবেক অধ্যক্ষ মনিরুল হক সিকদার (এইচ.এস.সি প্রগ্রাম) এবং আমাকে (বি.এস.এস প্রগ্রাম) থেকে বাদ দিয়ে মোটা অংকের অর্থের বিনিময়ে আ.রশিদ (এইচ.এস.সি প্রগ্রাম) ও মো. আনিচুর রহমান খান ঠাকুর (বি.এস.এস প্রগ্রাম) এর নাম দিয়ে সুপারিশ করে অনুমদনের জন্য তালিকা পাঠিয়েছেন।

তিনি আরো বলেন, অফিসার ইনচার্জ এর কাছে আমাকে বাদ দেওয়ার কারণটি জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টি আপনার জানার প্রয়োজন নেই তবে আপনি অনেকদিন চালিয়েছেন তাই নতুন কাউকে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমি প্রগ্রাম  শুরু থেকে অর্থাৎ ২০০৩ সাল থেকে দক্ষতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছি। অথচ আমার পরিবর্তে প্রভাষক আনিচুর রহমান খান ঠাকুরকে সম্বনয়কারী  হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। আমার ধারনা অভিজ্ঞতা বিহীন  এই শিক্ষককে সজনপ্রীতি ও অর্থনৈতিক বেনিফিট পেয়ে দায়িত্ব দেয়া হয়েছে। মন্ত্রনালয়ে অনুমোদন না পাওয়া শর্তেও তিনি কি করে অফিসার ইনচার্জ এর দায়িত্ব গ্রহন করেন এবলেও তিনি প্রশ্ন তোলেন।


নাম প্রকাশে অনিচ্ছুক  কয়েকজন অভিবাবক জানান, বোর্ড কতৃক এইচ এস সি ভর্তি বাবদ ১হাজার ৪০টাকা নির্ধারিত ফি থাকলেও শিক্ষার্থীদের কাছ থেকে ২হাজার ৩শত টাকা আদায় করছেন ।

এব্যাপারে  আলফাডাঙ্গা সরকারি  ডিগ্রি কলেজের অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন  (মুঠোফোনে ০১৭১৮১৭১৯৯১)  সাংবাদিকদের জানান, সরকারি প্রজ্ঞাপন জারি অনুযায়ী জ্যৈাষ্ঠার ভিত্তিত্বে কলেজে অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছি। জ্যৈাষ্ঠার ভিত্তিত্বে ইমারত হোসেন চৌধুরী(রাষ্ট্র বিজ্ঞান) নিয়মের মধ্যে থাকলেও তিনি দায়ীত্ব পালন করবেন না বলে কলেজ কতৃপক্ষকে জানিয়েছেন। এইচ.এস.সি ও বি.এস.এস প্রগ্রামের সম্বনয়কারী হিসেবে শিক্ষকদের মতামতের ভিত্তিত্বে তাদেরকে বাদ দিয়ে নতুন ২জনের নাম  সুপারিশ করা হয়েছে। এইচ.এস.সি  ভর্তিতে ১হাজার ৪০টাকা নির্ধারিত ফি থাকলেও শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন খাত দেখিয়ে ২৩শ টাকা নিচ্ছেন বলেও তিনি স্বীকার করেন। 



আলফাডাঙ্গায় দূর্যোগ ব্যবস্থাপনা ও নদী ভাঙ্গন বিষয়ক সেমিনার

বিশেষ সংবাদদাতা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় দূর্যোগ ব্যবস্থাপনা ,ভূমিকম্প ও নদী ভাঙ্গন সংক্রান্ত প্রতিরোধ বিষয়ক এক দিনের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৯-০৬-১৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে এ সেমিনার  অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের এর সভাপতিতে উদ্ধোধনী ভাষন রাখেন উপজেলা চেয়ারম্যান এম.এম জালাল উদ্দিন আহমেদ। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারন সম্পাদক নুরুল বাসার মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান একেএম আহাদুল হাচান, উপজেলা ভাইচ চেয়ারম্যান মোনোয়ারা ছালাম, পিআইও কাজী মো. লিয়াকত হোসেন , আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.সেকেন্দার আলম প্রমূখ। এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,সরকারী দপ্তরের কর্মকর্তা, নারী নেত্রী, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক বৃন্দ।

সোমবার, ২৭ জুন, ২০১৬

শেখ হাসিনার নেতৃীত্বে দেশ এখন অনেক এগিয়ে -----সাবেক সংসদ কাজী সিরাজুল ইসলাম

আলফাডাঙ্গা কৃষকলীগের কার্যালয়ে কাজী সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন
বিশেষ সংবাদদাতা ঃ বর্তমান সরকার প্রধান ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার নেতৃীত্বে দেশ এখন অনেক এগিয়ে। পূর্বের তুলনায় বাংলাদেশ এখন উন্নতির দার প্রান্তে পৌছে গেছে। আওয়ামীলীগ সরকার গরীব দুঃখী মানুষের সরকার। শেখ হাসিনা এ দেশকে ডিজিটাল এর মাধ্যমে বিশ্বের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তুলবে। গত সোমবার (২৭-০৬-১৬) বিকাল ৫ টায় আলফাডাঙ্গা থানা সংলগ্ন উপজেলা কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে কৃষকলীগের ইফতার মাহফিল ও আলোচনা সভায়  বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম এ সব কথা বলেন।
এ সময় অনুষ্ঠানে উপজেলা কৃষককলীগের যুগ্ন-আহবায়ক মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে  পরিচালনায় করেন যুগ্ন-আহবায়ক শেখ দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. শওকত রেজা, ফরিদপুর জেলা কৃষকলীগের সভাপতি কবিরুল আলম মাও, সহ-সভাপতি এ্যাডঃ শরীফ কওসার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বোয়ালমারী উপজেলা কৃষকলীগের যুগ্ন-আহবায়ক আকরামুজ্জামান রুকু মৃধা, বোয়ালমারী উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. মকবুল হোসেন, বানা ইউপি কৃষকলীগের সভাপতি মো. হারুন শরীফ, টগরবন্দ ইউপি কৃষকলীগের সভাপতি সৈয়দ বিলায়েত হোসেন, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হাফিজ উদ্দীন প্রমূখ।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ মুফতি কুতুব উদ্দীন আহমেদ।
এসময় উপজেলা কৃষককলীগের যুগ্ন-আহবায়ক নজীর মিয়া, নূরুজ্জামান মিয়া, উপজেলা কৃষকলীগের সদস্য কাজী হানিফ সহ  উপজেলা ও ইউনিয়ন কৃষকলীগের নেতাকর্মীবৃন্দ, স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।



কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের জাকাতের কাপড় বিতরণ

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও অহসায় মানুষের মাঝে জাকাতের কাপড় বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামের মুন্সী বাড়ি সংলগ্ন মাঠে এসব কাপড় বিতরণ করা হয়।

কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের উপদেষ্টা এ এফ এম ওবায়দুর রহমানের সভাপতিত্বে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

এ সময় আরও উপস্থিত ছিলেন- আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল করিম, কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক শেখ শহীদুল ইসলাম, আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোরশেদুর রহমান তাজ, কামারগ্রাম কাঞ্চন একাডেমী’র প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, গোপালপুর ওয়ার্ড আ’লীগের সভাপতি খান কামরুল ইসলাম ফজর, গোপালপুর ইউপি যুবলীগের সভাপতি খান আমিরুল ইসলাম, আলফাডাঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকাটাইমসের প্রতিনিধি মো. মুজাহিদুল ইসলাম নাঈমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান পরিচালনা করেন, তরণ সমাজ সেবক ও গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইনামুল হাসান।

আলফাডাঙ্গায় উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

মো. মুজাহিদুল ইসলাম নাঈম, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় অটিজম ও ¯œায়ু বিকাশ জনিত সমস্যাভুক্ত যুবদের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি মূলক এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা যুব উন্নয়ন দপ্তরের উদ্যোগে সকাল ৯ টায় উপজেলা মিলনায়তনে এ কর্মশালা  অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এম.এম জালাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের  সহকারী পরিচালক জি.এম  ফারুক, উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা মো. কাইয়ুম তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.সেকেন্দার আলম প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা জামাল উদ্দিন।

বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬

আলফাডাঙ্গা প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনা সভা

উপজেলা প্রেসক্লাবে ইফতার মাহফিলে বিদায় সংবর্ধনায় ক্রেস তুলে দিচ্ছেন অতিথিরা
বিশেষ সংবাদদাতা ঃ আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাব সুনামের সহিত ১০ বছরে পদার্পন করেছে। সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন উপজেলা প্রেসক্লাব ইতিমধ্যে পথ চলার ৯ বছর পূর্ণ করেছে। স্বাধীনতার চেতনায় উদ্ভুদ্ধ সাংবাদিক ও নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠা, মহান ভাষা আন্দোলন ও মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস সংগ্রহ ও প্রচার, সামাজিক অবক্ষয়রোধে নিরলসভাবে সৎ সাহসীকতার সহীত কাজ করে যাচ্ছে ক্লাবটি। এরই ধারাবাহিকতায় গত বুধবার (২২.০৬.১৬) বিকাল ৫ টায় উপজেলা প্রেসক্লাবে বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের  উপদেষ্টা মন্ডলীর সদস্য  প্রভাষক মো. মাহিদুল হক (সাংবাদিক), প্রভাষক মো.আসলাম হোসেন (সাংবাদিক), প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস (সাংবাদিক) কে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা প্রেসক্লাবের  সভাপতি মো. সেকেন্দার আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মিয়া আব্বাস এর সাঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. নূরুল বাশার মিয়া, আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার।
এ ছাড়াও উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মিজানুর রহমার মিজান, এস আই কামরুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, উপজেলা আ’লীগ নেতা ইনামুল হাসান, উপজেলা আ’লীগের মহিলা সম্পাদিকা সুফিয়া বেগম রোজী, উপজেলা যুবলীগের মহিলা সম্পাদিকা সৈয়দা নাজনীন, উপজেলা মহিলা সংরক্ষিত আসনের সদস্য মর্জিনা বেগম সহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সূধীবৃন্দ, মসজিদের মুসল্লী, আলফাডাঙ্গার সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন এ জেড পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মসজিদের ইমাম মাও. সাইফুল ইসলাম সিদ্দিকী । অনুষ্ঠান পরিচালনা করেন আলফাডাঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম নাঈম।

মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

ইফতার মাহফিল উপলক্ষে ক্যাবের আলোচনা সভা

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের  আলফাডাঙ্গায় বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল উপলক্ষে ক্যাবের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
আজ মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলা প্রেসক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা ক্যাব কমিটির সাবেক সভাপতি এম.এম মহিউদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক মো.আসলাম হোসেন, সাবেক সদস্য প্রবীর কুমার বিশ্বাসকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

আলোচনা সভায় উপজেলা ক্যাবের সভাপতি সাংবাদিক কবীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম তৌকির আহমেদ ডালিম এবং সহ-সভাপতি ফারুক মোল্যার যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আ. মান্নান আব্বাস, ডা.আসাদুজাম্মান প্রমূখ।

এ সময় দৈনিক দিনকালের প্রতিনিধি মো.শাহারিয়ার হোসেন, সাপ্তাহিক এই সময় ও ঢাকা টাইমসের প্রতিনিধি মো. মুজাহিদুল ইসলাম নাঈম, সাংবাদিক কামরুল হক ভুইয়া, আবুল বাশার,  কামরুল ইসলাম, মিজানুর রহমান, বাশারুল বারী, উপজেলা ক্যাবের সহ-সভাপতি মো.ইকবাল হোসেন , সহ-সভাপতি মিয়া মো. মোরাদ হোসেন, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান শাহীন, যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন জুয়েল, অর্থ বিষয়ক সম্পাদক  এনামুল হক রুবেল, দপ্তর সম্পাদক  মো. গোলাম মোস্তফা, প্রচার  সম্পাদক  মো. মোস্তাফিজুর রহমান তুষার, পাঠাগার সম্পাদক  মো. জাহাঙ্গীর আলম হাসু  কার্যকরী সদস্য হাদী বিলায়েত হোসেন, মো. গোলাম রববানী, সহিদুল মৃধা প্রমূখ উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন রাজবাড়ীর পীর সাবেব হুজুর আলহাজ্ব হযরত মাও. সাইফুল ইসলাম সিদ্দিকী ।

শনিবার, ১৮ জুন, ২০১৬

শেখ হাসিনার অপ-শাসনে মানুষ বনে-জঙ্গলে ইফতার-সেহরী খাচ্ছে...শাহ মোঃ আবু জাফর

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি’র কেন্দীয় নেতা বীর মুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর বলেন, শেখ হাসিনার ভয়ঙ্কর দূঃশাসনে গভীর অন্ধকারে নিম্মজিত হয়ে পড়েছে দেশ। এ কারণে হাসিনা নিজেই নিজের ছায়া দেখে আৎকে উঠছেন। তাই নিজের অস্তিত্ব আর গদি রক্ষার স্বার্থে সাড়াশী অভিযানের নামে দেশবাসীর বিরুদ্ধে ভয়ঙ্কর যুদ্ধ ঘোষনা করেছেন। পবিত্র রমজান মাসে গুম-খুন আর মানবাধিকার পরিপন্থী গণগ্রেফতারের কারনে মানুষ নির্বিগ্নে আল্লাহর ইবাদত-বন্দেগীও করতে পারছে না। র‌্যাব-পুলিশের ভয়ে মানুষ বনে-জঙ্গলে বসে ইফতার-সেহরী খাচ্ছে। এ নিষ্ঠুর বাস্তবতা থেকে মানুষ পরিত্রান চায়। তিনি গত ১৭ জুন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আব্দুল ওহাব মিয়ার বাড়ী সংলগ্ন মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, র‌্যাব-পুলিশ নিরপেক্ষ হলে শেখ হাসিনা এক দিনও ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তবে সিন্দাবাদের এই বুড়ি কে র‌্যাব-পুলিশ আর খুব বেশীদিন কাধে নিয়ে চলবে বলে মনে হয় না। অচিরেই জাতি অন্ধকার মুক্ত হবে। 

উপজেলা বিএনপি’র সভাপতি মো. আব্দুস ছালাম এর সভাপতিত্বে ইফতার মাহফিলে আরো বক্তব্য দেন, উপজেল বিএনপি’র উপদেষ্টা আলহাজ্ব আব্দুল ওহাব মিয়া, সাধারন সম্পাদক মিয়া মো. আকরামুজ্জামান, সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আলফাডাঙ্গা বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক মিয়া মো. আব্দুল মান্নান আব্বাস, সাংগঠনিক সম্পাদক নূর জামাল খসরু, যুবদলের সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, সেচ্ছাসেক দলের সাধারন সম্পাদক কামরুল ইসলাম দাউদ, ছাত্রদলের সভাপতি মো. ফারুক হোসেন কাজল, সাধারন সম্পাদক মো. হেমায়েত হোসেন, প্রচার সম্পাদক আবু সালেহ মুসা প্রমুখ। দোয়া পরিচালনা করেন ওলামা দলের আহবায়ক হাফেজ গোলাম মহিউদ্দিন।

এ সময় বিএনপিসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেকাকর্মীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬

জমি-জমার বিরোধের জের ধরে বাড়ি ঘর ভাংচুর

স্টাফ রিপোর্টারঃ  ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি-জমার বিরোধের জের ধরে কাঠাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ঘরের টিনের বেড়া ভেঙ্গে দেওয়া আসবাবপত্র তছনছসহ পরিবারের লোকজনকে মারপিঠ করে  গুরুত্বর আহত করা হয়েছে।

মঙ্গলবার (১৪-০৬-১৬)  ভোর ৫ টার সময় উপজেলার বানা ইউনিয়নের টাবনি কঠুরাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে । পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।

জানা যায়, একই গ্রামের ইউনুস বাহিনী তার দলবল নিয়ে সন্ত্রাসী কায়দায় সিরাজ শরীফ গং এর উপর হামলা চালিয়ে সিরাজ শরীফ, আলম শরীফ, নাজমুল শরীফ, তাহাজ্জেদ শরীফ, মোসা. উজ্জল খাতুনকে মারধর করে গুরুত্বর আহত করে। তাদের অবস্থা আশংকাজনক হলে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় বাড়িঘর ভাংচুর ও লুটপাটসহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি করা হয়েছে। পাল্টা হামলায় আহত হয়ে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন ইউনুস বাহিনীর ইউনুস মোল্লা, দেওয়ান মোল্লা, নজরুল মোল্লা, জাফর মোল্লা, রুহুল আমীনসহ বেশ কয়েকজন।

বানা ইউপি চেয়ারম্যান প্রতিদ্বন্দী প্রার্থী হারুন শরীফ সাংবাদিকদের জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়েছে। আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম বলেন, খবর পেয়ে এস আই সাহেব আলীকে ঘটনা স্থলে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত আমি লিখিত কোন অভিযোগ পাইনি। পেলে দ্রুত আইন গত ব্যাবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে ইউনুস এর সঙ্গে যোগাযোগ করার চেস্টা করা হলেও তাকে খুজে পাওয়া যায়নি।

এ ঘটনায় পারিবারিক সূত্রে জানা যায়, তাহাজ্জেল এর স্ত্রী জেসমিন নাহার বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

রবিবার, ১২ জুন, ২০১৬

পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইল প্রামে একটি পুকুরে বিষ প্রযোগ করে মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। মো. জাহিদ শেখ তার নিজেস্ব পুকুরে মাছ চাষ করছিলেন। গত শুক্রবার (১০-০৬-১৬) রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা বিষ প্রযোগ করলে মাছ মরে ভেসে ওঠে। মো. জাহিদ শেখ বলেন, আমার পুকুরে বিষ ঢালিয়া অনুমান ১লক্ষ ৫০ হাজার টাকার মাছ মেরে ফেলা হয়েছে। এ ব্যাপারে মো. জাহিদ শেখের স্ত্রী মোসাঃ সেতু বেগম উপজেলা মৎস্য কর্মকর্তা বরাবর উপজেলাধীন পানাইল প্রামের মো. দাউদ, মো. বাবু, মো. রমজান, রহম এর বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন

বুধবার, ৮ জুন, ২০১৬

ইভটিজিং’র অপরাধে যুবকের তিন মাসের জেল

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ইভটিজিং এর অপরাধে মাহমুদ খান (২৫) নামে এক যুবক কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
আজ বুধবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের তাঁর কার্যালয়ে আদালত বসিয়ে এ দন্ডাদেশ দেন। মাহমুদ খান শিরগ্রামের মো. মফিজুর রহমান খান এর ছেলে।

জানা যায়, উপজেলাধীন শিরগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী মোসা. আশা(১৩) কে স্কুলে যাওয়া আসার পথে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল বখাটে যুবক মাহমুদ। ঐ ছাত্রী বিয়ের প্রস্তাব প্রত্যাক্ষান করলে  বকাটে মাহমুদ ছাত্রীর পিতাকে হুমকি প্রদান করে। ছাত্রীর পিতা ছাকু মিয়া বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলে শুনানি শেষে ইভটিজিং এর অপরাধে ৫০৯ ধারায় এ রায় প্রদান করেন।

রবিবার, ৫ জুন, ২০১৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে ক্যাবের আলোচনা সভা

  বক্তব্য রাখেন মোহাম্মদ আবুল খায়ের
আলফাডাঙ্গা প্রতিনিধি ঃ-কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আলফাডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে গত ৫ জুন রবিবার বিকাল ৬ টায় পবিত্র মাহে রমজানে দ্রব্য মূল্য সহনীয় রাখার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলফাডাঙ্গা ক্যাব কমিটির সভাপতি সাংবাদিক কবীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম তৌকির আহমেদ ডালিম ও সহ-সভাপতি মো.ফারুক মোল্যার যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম আকরাম হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, ক্যাবের ফরিদপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক শেখ ফয়েজ আহমেদ , সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসা. মনোয়ারা সালাম উপজেলা মেডিকেল অফিসার ডা.আ.রউফ হোসেন দোলন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, ডা. কে.এম আসাদুজ্জামান, উপজেলা ক্যাবের সহ- সভাপতি মিয়া মো.মোরাদ হোসেন, যুগ্ম সম্পাদক  আবু বক্কর সিদ্দিক, আলফাডাঙ্গা কেন্দ্রীয় মসজিদের ইমাম মাও.কুতুব উদ্দিন , রিপোর্টাস ইউনিটির সভাপতি কামরুল হক ভূইয়া , সাংবাদিক মোজাহিদুল ইসলাম প্রমুখ।এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ,জেলা ক্যাবের সহ সম্পাদক এনায়েত হোসেন লিটন,সহ সভাপতি মো.ইকবাল হোসেন ,যুগ্ম সম্পাদক  শাহিনুর রহমান শাহীন,সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন জুয়েল,অর্থ বিষয়ক সম্পাদক এনামুল হক রুবেল,দপ্তর সম্পাদক  মো. গোলাম মোস্তফা ,প্রচার  সম্পাদক  মো. মোস্তাফিজুর রহমান তুষার ,কার্যকরী সদস্য হাদী বিলায়েতহোসেন,গোলাম রাব্বানী,সহিদুলমৃধা,উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা,ব্যবসায়ী,রাজনৈতিক ব্যক্তি,এনজিও প্রতিনিধি, নারী নেত্রী, এবং সুশীল সমাজের ব্যক্তিরা অংশ গ্রহন করেন। উপজেলা ক্যাবের পক্ষ থেকে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরন করা হয়েছে।

বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬

আলফাডাঙ্গায় পরাজিত প্রার্থীর সমর্থকের বিরুদ্ধে গাছ কেটে ফেলার অভিযোগ



মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চার নং টগরবন্ধ ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য মো. নূর মিয়া ও তার শরিকদের (মেম্বর) মেহগনি বাগান থেকে ২২টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে পরাজিত প্রার্থী মুরাদ মোল্লা ও তার সমর্থক গঞ্জর আলী মোল্লার বিরুদ্ধে। নির্বাচনে পরাজিত হওয়ায় ক্ষুব্ধ হয়ে বুধবার দিবাগত রাতে গাছগুলো কেটে ফেলা হয় বলে অভিযোগ করেন শরিক (ভাই) মো. নিজাম উদ্দিন।

গতকাল বৃহস্পতিবার(০২-০৬-১৬) দুপুরে শরিক নিজাম উদ্দিন সাংবাদিকদের জানান, গত ৩১মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে পরাজিত প্রার্থী মুরাদ মোল্লা ও তার সমর্থক গঞ্জর আলী মোল্লা নানাভাবে গুমকী দিয়ে আসছিল। তিনি দাবী করেন বুধবার রাতে মুরাদ মোল্লা ও গঞ্জর আলী মোল্লা লোকজন নিয়ে মেহগনি বাগানের তিন বছর আগে লাগানো ২২টি গাছ কেটে ফেলে। তিনি আরো জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। এ সময় তিনি গাছ কর্তনকারীরা যেকোন সময় তার বসতভিটায় হামলা করতে পারে বলেও আশংকা প্রকাশ করেন।

যদিও গঞ্জর মোল্লার পরিবারের পক্ষ থেকে এধরনের অভিযোগ সত্য নয় বলে দাবী করা হয়েছে।

এ প্রসঙ্গে টগরবন্ধ ইউনিয়নের চেয়ারম্যান মো. ইমাম হাসান শিপন জানান, উভয় পক্ষের মধ্যে বিবাদের সুয়োগে তৃতীয় কোন পক্ষও এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।