বুধবার, ৩১ জানুয়ারী, ২০১৮

আলফাডাঙ্গায় কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের কম্বল বিতরণ

বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় দুঃস্থ-অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে সমাজ সেবামূলক সংস্থা ‘কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন’। আজ বুধবার দুপুরে ফাউন্ডেশন কার্যালয় প্রাঙ্গণে ‘কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকাটাইমস’ ও সাপ্তাহিক ‘এই সময়’ সম্পাদক, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ-সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান দোলনের পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। দুঃস্থ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন- কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক, ফরিদপুর জেলা কৃষকলীগের সদস্য সচিব ও জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ। তিনটি উপজেলা আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীতে দুঃস্থ-অসহায় শীতার্তদের মাঝে প্রায় ৩০ হাজার শীতবস্ত্র-কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮

আলফাডাঙ্গায় গৃহবধুকে হত্যার দায়ে শশুড় শাশুড়ী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় গৃহবধুকে হত্যার দায়ে শশুড় ও শাশুড়ীকে আজ মঙ্গলবার গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেছে থানা পুলিশ। মামলার অন্য দুই আসামী দেওর ও ননদ পলাতক রয়েছে। মামলার এযাহার সুত্রে জানা যায়, উপজেলাধীন বুড়াইচ গ্রামে সৌদি প্রবাসী মাসুদ খানের স্ত্রী দুই সন্তানের জননী শরিফা বেগম (৩৩)কে গত ৩ জানুয়ারী ভোর ৬টায় সময় তার নিজ ঘরে আড়ার সঙ্গে গলায় শাড়ি দিয়ে ঝুলে থাকতে দেখা যায়। পরে মাসুদের পিতা থানায় বাদী হয়ে অপমৃত্যু মামলা করেন। পুলিশ শরিফাকে উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরন করেন। ময়না তদন্তের রির্পোট থানায় আসলে শরিফার ভাই মঈন তালুকদার বাদী হয়ে শশুড় আজগার আলী (৬৫),শাশুড়ী রিজিয়া বেগম(৫৫), দেওর হুসাইন (৩০) ও ননদ মনোয়ারা বেগম (৩৫)কে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আলফাডাঙ্গা থানা পুলিশ পরিদর্শক(তদন্ত) ফয়সাল আহম্মেদ এর নেতৃত্বে এস আই ইউসুফ আলী সহ পুলিশের একটি টিম শশুড় ও শাশুড়ীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ফরিদপুর কোর্টে প্রেরন করে। এ বিষয় আলফাডাঙ্গা থানায় হত্যা মামলা হয়েছে। মামলা নং-০৩,তাং-১৫-১-২০১৮ইং। মাসুদ খান গত ১৫/১৬ বছর পূর্বে আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রামের সত্তার তালুকদারের কন্যা সরিফা অরফে সুফিয়াকে পারিবারিক ভাবে বিবাহ করে। সরিফার ছেলে আরাফাত(১২) এবং মেয়ে সাহেরা(৪) এখন তার দাদার বাড়িতে রয়েছে। মাসুদ প্রায় ৫/৬ বছর যাবত সৌদি আরবে রয়েছে।

রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮

শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল করেছে---যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমান এমপি

বিশেষ প্রতিনিধি ঃ শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল করেছে। বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ। ডিজিটালের মাধ্যমে বাংলাদেশের গ্রামগঞ্জের সব জায়গায় উন্নয়নের ছোয়া লেগেছে। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই সারা দেশ এখন উন্নয়নের জোয়ারে ভাসছে। তিনি হলেন মমতামতি মা, তিনি এ দেশের উন্নয়ন করেছেন তা আপনারা মেলার প্রতিটি স্থলেই তুলে ধরেছেন। শেখ হাসিনা বিশ্বের ৫জন রাজনৈতিক ব্যক্তির মধ্যে একজন।  গত শনিবার সন্ধায় আলফাডাঙ্গা উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আব্দুর রহমান এমপি এ সব কথা বলেন। তিনি আরও বলেন,বর্তমান সরকার দেশকে উন্নয়নের আধুনিক শিক্ষায় গড়ে তুলেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা, অস্বচ্ছল নারী-পরুষদের চিকিৎসা সেবা , শিক্ষিত বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান, রেল লাইন নির্মান, মানসম্মত স্বাস্থ্যসেবা, পদ্মা সেতুসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করছেন। আব্দুর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা-কে জয়যুক্ত করার আহবান জানান। গত বৃহস্পতিবার আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা-২০১৮ শুরু হয়। মেলায় সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলো অংশ নেয়। প্রতিবারের মত এবারও মেলায় অংশ নেয় মোট ৪১টি স্টল। এর মধ্যে সেরা স্টল হিসাবে ১ম পল্লী বিদ্যুৎ সমিতি,২য় কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন, ৩য় আলফাডাঙ্গা থানা, ৪র্থ উপজেলা প্রকৌশলী ও ৫ম উপজেলা ইসলামিক ফাউন্ডেশন নির্বাচিত স্থান হিসাবে পুরস্কার পায়। উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন আহম্মেদ, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. আবুল হাসেম, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম, উপজেলা আ.লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক নূরুল বাশার মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ কুদ্দুস খান,মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন তালুকদার প্রমুখ।


বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০১৮

নঈম নিজামের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা গণমাধ্যমের অশনিসংকেত: বিএমএসএফ


ঢাকা ১০ জানুয়ারি ২০১৮: দুই দিনের মাথায় দেশের শীর্ষ স্থানীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে লালমনিরহাটের একটি আদালতে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়েছে। এর আগে গত পরশু দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্তের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়। যা দেশের গণমাধ্যমের জন্য অশনিসংকেত। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে গ্রেফতারী পরোয়ানা জারীর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বুধবার এক বিবৃতিতে লালমনিরহাটে এমপির ঘনিষ্টজন কর্তৃক দায়েরকৃত মামলাটি প্রত্যাহারের দাবী জানায়। নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার ৪৭ বছরেও বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনটি অরক্ষিত। সাংবাদিক পেশাটিকে সমুন্নত রাখতে অবিলম্বে দেশের পেশাদার সাংবাদিকদের একটি জাতীয় তালিকা প্রণয়ন সেই সাথে সাংবাদিক নিয়োগ নীতিমালা ও সাংবাদিক নির্যাতন ও হয়রাণী বন্ধে যুগোপযোগি আইন প্রণয়নসহ বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবীর বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবী করা হয়।

সোমবার, ৮ জানুয়ারী, ২০১৮

আলফাডাঙ্গায় দুস্থদের মাঝে শীতবস্ত বিতরন

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় টগরবন্ধ ইউনিয়নের টিটা গ্রামে মো. জাহাঙ্গির হোসেনের মৎস খামার ও সবজি বাগানে উপজেলা প্রশাসনের আয়োজনে মধুমতি নদী ভাঙ্গন কবলিত চর এলাকার শীতার্থ ও দুস্থদের মাঝে শীতবস্ত কম্বল বিতরণ করা হয়। গত রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায় নেতৃত্বে একশত জন হতদরিদ্রর মাঝে কম্বল দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম.এম জালাল উদ্দীন আহমেদ ,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আবুল হাসেম , উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা ছালাম, টগরবন্ধ ইউনিয়নের চেয়ারম্যান ইমাম হাসান শিপন , ইউপি সদস্য তবিবুর রহমান টুলু খান ,আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক আলমগীর কবির সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা।

মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০১৮

জাতীয় সমাজসেবা দিবসে আলফাডাঙ্গায় র‌্যালি ও আলোচনা সভা


 বিশেষ প্রতিনিধি ঃ জাতীয় সমাজসেবা দিবস উদ্যাপন উপলক্ষে আজ মঙ্গলবার ২ জানুয়ারী ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় এক বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা হয়। সকাল ১১টায় র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এম.এম জালাল উদ্দিন, উপজেলা আ’লীগের সভাপতি এস.এম আকরাম হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আঃ কুদ্দুস খান, উপজেলা সমাজসেবা অফিসার শেখ বজলুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাফুজা বেগম, উপজেলা অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. মাসুদুর রহমান,কারীগরি প্রশিক্ষক মো. সেলিম রেজা প্রমূখ।

সোমবার, ১ জানুয়ারী, ২০১৮

উৎসবমূখোর পরিবেশে আলফাডাঙ্গায় বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরন

 বিষেশ প্রতিনিধি ঃ উৎসবমূখোর পরিবেশে আজ সোমবার ১ জানুয়ারী সকাল ১০টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরন করা হয়। আলফাডাঙ্গায় এ.জেড পাইলট উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরনের শুভ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল হাসেম, উপজেলা আ’লীগের সভাপতি এস.এম আকরাম হোসেন, সাধারন সম্পাদক মো. নুরুল বাসার মিয়া, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. সাইফুর রহমান সাইফার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাফুজা বেগম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবু বক্কর ও লাবনী রায়, এ.জেড পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাদুল ইসলাম প্রমূখ।

আলফাডাঙ্গায় স্বাস্থ্য সহকারী কর্মীদের দিন ব্যাপি কর্ম বিরতী পালিত

বিশেষ প্রতিনিধি ঃ উপজেলা স্বাস্থ্য সহকারী কর্মীরা টেকনিক্যাল বেতন স্কেল ও পদমর্যাদা সহ ৪ দফা দাবীতে আজ সোমবার ১ জানুয়ারী সকাল ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্রোর সামনে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য সহকারী পরিদর্শক ও হেলথ্ এসিস্ট্যান্টরা দিন ব্যাপি কর্ম বিরতী পালন করেছে। উপজেলা হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের আয়োজনে কর্ম বিরতীতে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য সহকারী পরিদর্শক স.ম তজিবুর রহমান, নাজমা খানম ও হেলথ্ এসিস্ট্যান্ট তারিকুল ইসলাম সহ উপজেলায় কর্মরত্ব ১৮ জন হেলথ্ এসিস্ট্যান্ট। কর্ম বিরতীতে বক্তারা বলেন, স্বাস্থ্য বিভাগের সফলতা অর্জনের মুল কারীগর স্বাস্থ্য সহকারীরা ।১৯৯৮ সালের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনার বাস্তবায়ন চাই। টেকনিক্যাল বেতন স্কেল সহ পদমর্যাদা, মাঠ/ভ্রমন ভাতা ও ঝুকি ভাতা মুল বেতনের ৩০% , প্রতি ছয় হাজার জনগোষ্ঠীর জন্য একজন করে স্বাস্থ্য সহকারী নিয়োগ ও ১০% পোষ্য কোটা প্রবর্তন করতে হবে। তারা আরাও হুশিয়ারী দেন যে, যতদিন এই দাবী পূরণ না হবে ততদিন পযর্ন্ত আমাদের কর্ম বিরতী চলবে।