মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫

আলফাডাঙ্গায় সোনালী ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় গত ১৫ ডিসেম্বর মঙ্গলবার দিনব্যাপি সোনালী ব্যাংক, উপজেলা শাখার আয়োজনে উপজেলার পাচুড়িয়া ইউনিয়ন অফিসে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ ও আদায়ের মহাক্যাম্প-২০১৫ ইং অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে ইউনিয়নের শতাধিক কৃষকের মাঝে কৃষি ঋণ বিতরণ ও আদায় করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাচুড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মঞ্জুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক ফরিদপুর প্রিন্সিপাল অফিসের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. জালাল উদ্দিন, ফরিদপুর জি এম অফিসের সিনিয়র অফিসার মো. নাজমুল হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক আলফাডাঙ্গা শাখার জুনিয়র অফিসার এ কে এম সাইফুর রহমান, মো. নজরুল ইসলাম, মো. মাহবুবুল আলম প্রমূখ। ক্যাম্প পরিচালনা করেন সোনালী ব্যাংক আলফাডাঙ্গা শাখার ব্যাস্থাপক প্রিন্সিপাল অফিসার মো. ইমরান হোসেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন