আলফাডাঙ্গা উপজেলাধীন লোকাল বাসষ্টান্ড সংলগ্ন ওযাবদার জায়গা অবৈধ ভাবে টিনের ছাপড়া ও তার কাটা দিয়ে দখল দিয়েছে দুই জন সরকারি কর্মকর্তা। |
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন লোকাল বাসষ্টান্ড সংলগ্ন বারাশিয়া নদীর পাড়ে সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারি কর্মকর্তা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড(পাউবো)’র জায়গা অবৈধ ভাবে দখলের মহা উৎসব শুরু করেছে বলে অভিযোগ পাওযা গেছে। সম্প্রতি আলফাডাঙ্গা উপজেলার পরানপাড়া গ্রামের আঃ রজ্জাকের পুত্র বর্তমানে গোপালগঞ্জ জেলায় ডি এস বি’তে কর্মরত পুলিশের এস আই মো. আবজাল হোসেন এবং খুলনা সুন্দর বনে কর্মরত বন প্রহরি মো. আহাদ্জ্জুামান (আহাদ) উক্ত সরকারি জমি ক্ষমতার অপব্যবহার করে রাতের অন্ধকারে ওয়াবদার সরকারি জায়গায় অবৈধ ভাবে টিনসেড ঘর তুলে পিলারের কাটা তারের বেড়া দিয়ে ঘিরে ফেলেছে। উক্ত জায়গায় যে কোন মূহুর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে বলে জন সাধারণ অভিযোগ তুলেছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, উক্ত দুই সরকারি কর্মকর্তা চাকুরির সুবাদে অবৈধ ভাবে অর্থ উপার্জন করে অল্প সমযের মধ্যে অনেক ধন-সম্পতির মালিক হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা সাংবাদিদের জানান। উপজেলাধীন লোকাল বাসষ্টান্ড সংলগ্ন দুই কর্মকর্তার বর্তমান বসবাসরত বাড়ির পাশের বাড়ির ভাড়াটিযা সদর বাজার ব্যবসায়ী মো. বাশারুল বারী ভেন্ডার সাংবাদিকদের বলেন, ঐ দুই কর্মকর্তার ক্ষমতার দাপটে এলাকার জনসাধারণ ভয়ে প্রতিবাদ করতে সাহস পায় না। তারা অন্যায় ও অবৈধ ভাবে সরকারি (পাউবো)’র জায়গা দখল করে মেইন পাকা রাস্তার উপর তারকাটার বেড়া দিয়ে বাউন্ডারি করায় জনসাধারণের চলাফেরার বিঘœ ঘটাচ্ছে। উক্ত কাটাতারের বেড়াটি অপসারিত না হলে যে কোন মূহুর্তে ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা। কারণ উক্ত রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচল করে শতশত যান বাহন ও স্কুল-কলেজ পড়যা কোমলমোতি শিক্ষার্থীরা ।
এ ব্যপারে মো. আবজাল হোসেন ও আহাদুজ্জামান আহাদ সাংবাদিকদের বলেন, উক্ত জায়গা সরকারি হলেও বর্তমানে আমাদের জায়গা।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড(পাউবো)’র আলফাডাঙ্গা দায়িত্বরত এস.ও উত্তম কুমার সাংবাদিকদের বলেন, সরকারী জায়গা অবৈধ ভাবে তারা দখল করতে পারেনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন