রবিবার, ২৪ মার্চ, ২০১৯

স্বাধীনতা দিবস উপলক্ষে আলফাডাঙ্গায় মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধি, আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় রবিবার সকাল ১২টায় উপজেলা হল রুমে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলার মুক্তিযোদ্ধাদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। পল্লী প্রগতি সহায়ক সমিতির আয়োজনে সমাবেশ অনুষ্ঠানে আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধা স্মারক চিহিৃত গেঞ্জি ও ক্যাপ বিতরন করা হয়।
উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বুড়াইচ ইউনিয়ন কমান্ডার আক্তার খালাশীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, পল্লী প্রগতি সয়ায়ক সমিতির নির্বাহী পরিচালক আলহাজ্ব ওলিয়ার রহমান খান। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার হেমায়েত হোসেন, সাবেক গোপালপুর ইউ পি চেয়ারম্যান নাজিবুর রহমান, যুদ্ধকালিন কমান্ডার হাফিজুর রহমান কাদরী, হাজী মজিবুল হক মিয়া, সৈয়দ লিয়াকত আলী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার প্রায় চার শতাধীক মুক্তিযোদ্ধা উপস্থিতি ছিলেন।

ওয়াকিব হত্যা ! খুনিদের ফাঁসির দাবিতে আলফাডাঙ্গায় সরকারী কলেজে মানববন্ধন

প্রতিনিধি, আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ওয়াকিব শিকদারকে গুম করে নৃশংস ভাবে হত্যা করায় গ্রেফতার হওয়া আসামীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে আলফাডাঙ্গা সরকারী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। অত্র কলেজের আয়োজনে ২৪ মার্চ রবিবার সকাল ১১ টার সময় কলেজ প্রঙ্গনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । এ সময় উপস্থিত ছিলেন, অত্র কলেজের অফিসার ইনচার্জ (অধ্যক্ষ) মো. মনিরুল হক সিকদার, উপধ্যক্ষ সারিকুল হাসান নয়ন সহ প্রভাষকগণ ও শিক্ষার্থীবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, ওয়াকিব আলফাডাঙ্গা সরকারি কলেজের বিএ ২য় বর্ষের মেধাবী ছাত্র ছিল। গত ১৯ মার্চ রাতে বাড়ি থেকে ডেকে এনে বারাশিয়া নদীর পাড়ে মিঠাপুর চর পাড়া এলাকায় হত্যার পর লাশ গুম করে রাখে খুনিরা । আমরা খুনিদের ফাসি চাই। যাতে মাদকসেবন কারীরা আর কোন মেধাবী ছাত্রকে এই ভাবে খুন করতে না পারে । ওয়াকিব লেখাপড়ার পাশিপাশি আলফাডাঙ্গা কলেজ রোডস্থ নাজমা ক্লিনিকে ম্যানেজার হিসেবে চাকুরিতে কর্মরত ছিলেন।