সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯
কাজী আলেয়া মোক্তার
দৈনিক সমকাল এর বোয়ালমারী প্রতিনিধি কাজী আমিনুল ইসলামের ছোট আপা এবং গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বড়পারুলিয়া গ্রামের মোক্তার হোসেনের স্ত্রী কাজী আলেয়া মোক্তার (৫৭) শুক্রবার বিকেল ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না....রাজিউন)। শনিবার (১৪.০৯.১৯) সকাল দশটায় ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের ছোলনা মাদ্রাসা মাঠে জানাযা শেষে কেন্দ্রীয় কবরস্থানে মরহুমার লাম দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক সংসদ মো. আব্দুর রহমান, সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলাম, বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি কাজী হাসান ফিরোজ শোক সনেÍাপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানিয়েছেন।
মানবাধিকার ও সমাজসেবায় অসামান্য অবদান রাখায় “মাদার তেরেসা পিস এ্যাওয়ার্ড-২০১৯” পেলেন মুক্তিযোদ্ধা আলহাজ্জ অলিয়ার রহমান খান
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রামের কৃতি সন্তান বিশিষ্ট মানবাধিকার কর্মী, সমাজসেবক, শিক্ষানুরাগী, আধুনিক পল্লী প্রগতি সহায়ক সমিতির রূপকার, প্রাণপুরুষ সফল নির্বাহী পরিচালক, মহৎ ব্যক্তিত্বের অধিকারী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ অলিয়ার রহমান খানকে মানবাধিকার ও সমাজসেবায় অসামান্য অবদান রাখার জন্য গত ১০/০৯/২০১৯ইং তারিখে মঙ্গলবার বিকালে “ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস্” এর পক্ষ থেকে রাজধানী ঢাকার সেগুন বাগিচায় “সেগুন চাইনিজ রেস্টুরেন্ট”-এ এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে “মাদার তেরেসা পিস এ্যাওয়ার্ড-২০১৯” প্রদান করা হয়। আলহাজ্জ অলিয়ার রহমান খানের হাতে যৌথভাবে এ্যাওয়ার্ডটি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতি মির হাশমত আলী । উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন অর্থমন্ত্রনালয়ের সম্মানীয় অতিরিক্ত সচিব ও “ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস্”-এর উপদেষ্টা পীরজাদা শহীদুল হারুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস্”-এর চেয়ারম্যান সংস্কৃতিজন এডভোকেট লুৎফুল আহসান বাবু।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)