মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮

আলফাডাঙ্গায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

 আলফাডাঙ্গা ঃ লন্ডনস্থ বাংলাদেশ দুতাবাসে ভাংচুর ও জাতীর জনক বঙ্গবন্ধুর ছবি অবমাননা করায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে আলফাডাঙ্গায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট আলফাডাঙ্গা শাখার আয়োজনে  মঙ্গলবার ১১টায় সদর বাজার চৌরাস্তায় এ মানববন্ধন ঘন্টা ব্যাপি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে পৌর মেয়রের ব্যক্তিগত অফিসে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান ও আবু হোসেন তালুকদার প্রমূখ। এ সময় মানববন্ধনে মুক্তিযোদ্ধাসহ এলাকার সুধীজন অংশ গ্রহন করেন।


আলফাডাঙ্গায় আনসার ভিডিপি দলপতি’র কর্মফাঁকির অভিযোগ

আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আনসার ভিডিপি’র গোপালপুর  ইউনিয়নের দলপতি মো. আনিসুর রহমানের কর্মফাাঁকি’র অভিযোগ পাওয়া গেছে। তিনি কর্মস্থলে ডিউটি না করে বেতন ভাতা তুলে নিচ্ছেন। অফিস সুত্রে জানা যায়, ইউনিয়ন দলপতি মো. আনিসুর রহমান নিয়মিত কর্মস্থলে না এসে প্রতি তিন মাস পর অফিসে হাজিরা দিয়ে বেতন ভাতা তুলে নেন। তিনি ঢাকায় অন্য চাকুরি করে এ অফিসেও বেতন ভাতা নিচ্ছেন বলে নিশ্চিত করেন অফিসের এক কর্মকর্তা। ওই দলপতি উপজেলা কর্মকর্তাকে ম্যানেজ করে হাজিরা খাতায় স্বাক্ষর করে বেতন ভাতা নিয়ে ঢাকায় চলে যান। তিনি গত ১/২/২০১০ইং সালে কর্মস্থলে যোগদান করেন যোগদানে পর থেকেই অনিয়মিত অফিস করে থাকেন। তার প্রতি মাসের বেতন ভাতা ২হাজার ৫শত টাকা হারে ৩মাসের বেতন ভাতা তোলেন ৭ হাজার ৫শত টাকা। সে উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রামের মৃত আনোয়ার রহমানের ছেলে। এ ব্যাপারে উপজেলা আনসার ভিডিপি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ফজিলাতুন্নেছা সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, আমি পরিস্থির শিকার। আমি ভয়ে কোন ব্যবস্থা নিতে পারছি না। উদ্ধর্তন কৃর্তপক্ষকে জানিয়ে কোন সুরাহ পাইনি। এ বিষয়ে জানতে চাইলে আনিসুর রহমান বলেন, বিষয়টি ভিক্তিহীন ,আমি ছাত্র পড়ালেখা করি।