মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭

প্রেম কাহিনীকে আড়াল করে আলফাডাঙ্গা থানায় অপহরণ মামলা !

বিশেষ প্রতিনিধি ঃ প্রেম মানে না ধনী গরিব, প্রেম মানে না শত বাধা, আর সেই বাধাকে উপেক্ষা করে প্রেমের টানে বাজার ব্যবসায়ী প্রেমিক সোহাগ এর হাত ধরে ঘর ছাড়লো হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীতে পড়–য়া মেধাবী ছাত্রী কানিজ আক্তার লিজা(১৫)। সরেজমিন ও থানা সুত্রে জানা যায়, উপজেলাধীন হেলেঞ্চা বাজারে মোবাইলের দোকান ব্যবসায়ী সোহাগ (২১) দীর্ঘদিন যাবত লিজার সঙ্গে গভীর প্রেমের সর্ম্পক চলছিল। ইতিপূর্বে ইউপি চেয়ারম্যান ও উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিষয়টিকে কেন্দ্র করে শালিশ বিচারের মাধ্যমে উভয়কে শাসিয়েছেন। অবশেষে প্রেমের টানে প্রেমিক প্রেমিকা উভয় গত ১৭ এপ্রিল লিজার স্কুল থেকে পালিয়ে যায়। তাদের উভয়ের বাড়ি আলফাডাঙ্গার বুড়াইচ ইউনিয়নের শোলমারী গ্রামে। এ ব্যাপারে লিজার নানী রিজিয়া বেগম বাদী হয়ে সোহাগ(২১),আলামিন(২২),হাবিল(২৫) ও শফিক(২৪) কে আসামী করে আলফাডাঙ্গা থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলা নং-জিআর-০৮,তাং-১৮/৪/১৭ইং। থানা পুলিশ মঙ্গলবার রাতে খবর পেয়ে বুড়াইচ ইউপি চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে যশোর জেলার বাঘার পাড়া উপজেলা থেকে লিজাকে উদ্ধার করে অভিভাবকের নিকট পৌছিয়ে দেন।
এ ঘটনায় সোহাগের দুলাভাই আলামিনের পিতা জালাল উদ্দিন আলফাডাঙ্গা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ছেলে ঐদিন ঢাকা থেকে বাড়িতে আশার পর পুলিশ তাকে বিনা অপরাধে ধরে নিয়ে যায়। পরে থানায় এনে আলামিনকে অপহরণ মামলার আসামী করে। কিন্তু থানা পুলিশ যশোর থেকে ছেলে মেয়েকে এক সঙ্গে পেয়েও সোহাগকে ছেড়ে দিয়ে লিজাকে উদ্ধার করে আমার ছেলে(আলামিন)কে মিথ্যা মামলার আসামী করে কোর্টে প্রেরণ করে।
মামলাটি মিথ্যা দাবী করে সোহাগের মা বলেন, আমার ছেলের সঙ্গে লিজার সম্পর্কের বিষয় এলাকার সবাই জানতো। তবুও মেয়ের পক্ষ হয়রানী মূলক মিথ্যা মামলা করে আমার ছেলে ও জামাইদের ফাসিয়েছে।
এ ব্যপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শুভজিৎ পাল বলেন, মেয়েকে উদ্ধারের সময় ছেলে পালিয়ে যায়, তবে এক প্রশ্নের জবাবে তিনি জানান, শুনেছি এদের উভয়ের মধ্যে প্রেমের সর্ম্পক ছিল।
জানতে চাইলে আলফাডাঙ্গা থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এস আই মো. সাহেব আলী বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছি। ভিক্টিম আদালতে শিকারোক্তি দিবেন। তাহলে আসল ঘটনা বেরিয়ে আসবে।

বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭

আলফাডাঙ্গায় কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি ঃ বাংলাদেশ কৃষক লীগের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলফাডাঙ্গা উপজেলায় দুই গ্রুপ পৃথক ভাবে দুই জায়গায় কেক কেটে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু হোসেন তালুকদার এর সভাপতিত্বে আজ ১৯ এপ্রিল বুধবার সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় উপজেলা কৃষক লীগের একঅংশ আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল বাসার মিয়া, ইউপি চেয়ারম্যান ইমাম হাচান শিপন, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক হিটান্ত কুমার ঘোষ, টগরবন্দ ইউনিয়ান আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাইফুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান প্রমূখ। অপর দিকে উপজেলা কৃষক লীগের অস্থায়ী কার্যালয় দিনগত বিকাল ৪ টায় উপজেলা কৃষকলীগের আয়োজনে এক আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। এ সময় উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মো. মোকলেচুর রহমানের সভাপতিত্বে পরিচালনা করেন উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক শেখ দেলোয়ার হোসেন। আলোচনা সভায় অন্যান্য’র মধ্যে উপস্থিত ছিলেন, যুদ্ধ চলাকালিন থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা মো. হেমায়েত হোসেন, ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মো. কামরুল ইসলাম, উপলেজা কৃষক লীগের সদস্য আজিজুর রহমান দুলাল প্রমূখ।

সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭

আলফাডাঙ্গায় ঐতিহাসিক মুজিব নগর দিবসে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি ঃ আলফাডাঙ্গায় ঐতিহাসিক মুজিব নগর দিবস উদয্পান উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ১৭ এপ্রিল সোমবার সকাল ১০ টায় উপজেলা চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলায় শেষ হয়। পরে উপজেলা হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের। সহকারী ভুমি কর্মকর্তা অধির কুমার গুহর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সদর ইউপি চেয়ারম্যান একেএম আহাদুল হাসান আহাদ, গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুর ইসলাম , টগরবন্দ ইউপি চেয়ারম্যান ইমাম হাসান সিপন, উপজেলা মৎস্য কর্মকর্তা তপন মজুমদার, চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম ওবায়দুর রহমান জাফর , আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আলমগীর কবির। এ সময় অন্যান্য’র মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস খান, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা সালাম প্রমুখ।

শনিবার, ৮ এপ্রিল, ২০১৭

আলফাডাঙ্গায় সন্ত্রাসী হামলায় সদর বাজার ব্যবসায়ী নাছির গুরুত্বর আহত

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে নাছির নামে এক ব্যবসায়ীকে। গত শুক্রবার ৬ এপ্রিল বিকালে হেলেঞ্চা বাজার পার করে টিকর পাড়া ব্রিজের আগে আসলে উসমান মোল্ল্যা নামে এক সন্ত্রাসী তার দলবল নিয়ে বিশিষ্ট ব্যবসায়ী নাছির উদ্দিনের উপর হামলা চালায়। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে মারাতœক জখম অবস্থায় আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
জানা যায়, নাছির উদ্দিন আলফাডাঙ্গা থানার সামনে কম্পিউটার এর ব্যবসা করেন। উপজেলাধীন হেলেঞ্চা গ্রামের রাজ্জাক মোল্ল্যার পুত্র সন্ত্রাসী উসমান মোল্ল্যা সোমবার নাছিরের দোকানে এসে ভোটার আইডি কাড ডুপলিকেট কপি করার জন্য অনুরোধ করে। নাছির উক্ত কাজটি না করায় শুক্রবার বিকালে তার নিজ বাড়ি টাবনি কঠুরাকান্দি থেকে দোকানের উর্দ্দেশে রওনা হয়ে হেলেঞ্চা বাজার পার হলে সন্ত্রাসী উসমান তার দলবল নিয়ে মোটর সাইকেল ঠেকিয়ে হামলা চালিয়ে তাকে গুরুত্বর আহত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে বাজার বনিক সমিতি সভাপতি ও সাধারন সম্পাদকসহ বাজার ব্যবসায়ীরা উক্ত ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানান।